দেশের সবচেয়ে বড় মহিষের হাট| দেশসেরা মহিষের হাট| সিটি হাট | ভিড়িও-১১|
Автор: Mehedi Hasan Kajol
Загружено: 2025-02-17
Просмотров: 610
Описание:
সিটি হাট ,রাজশাহি। এই হাট উত্তরবঙ্গের সবচেয়ে বড় গরুর হাট। এই হাট বসে প্রায় ১৫০ বিঘা জমির উপর।
রাজশাহী সিটি হাট বসে সপ্তাহে ২ দিন।রোজ রবিবার এবং বুধবার।রবিবার বড় হাট।এখানে উন্নত মানের গাভি,বকনা,ষাড়,মহিষ এমনকি উট ও পাবেন।
দুর দুরন্ত থেকে ক্রেতা বিক্রেতা আসেন এই হাটে। এই হাটে অনেক বড় বড় যেমন গরু পাবেন তেমনি ছোট ছোট বকনা ষাড় ও পাবেন।
হাটের পাশাপাশি একটু ভরপেটে খাওয়ার ও সুযোগ আছে। এখানে প্রায় ৫০+ কালাভুনার দোকান বসে। যেখানে মোটামুটি / অল্প দামে পেট ভরে খেতে পারবেন।
কুরবানির সময় যেমন বড় বড় কুরবানির গরু পাবেন ঠিক তেমনি মধ্যবিত্তদের জন্য মাঝারি ধরনের গরু ও পাওয়া যায় এই হাটে।
একটা সময় নিয়মিত এই হাটে উট উঠতেন।বর্তমানে উট উঠে না।তবে ২০২৪ সালের কুরবানী ঈদে দুইটা উট উঠছিল।
এই হাটে গরু কেনার পাশাপাশি আরাম করে খাওয়ার ও সুযোগ আছে। এখানে প্রায় ৫০+ কালাভুনার দোকান বসে হাটের দিনে। অল্প বাজেটে পেট ভরে খেতে পারবেন।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: