শিক্ষক কল্যাণ ট্রাস্ট ব্যবস্থাপনা সিস্টেম (TWTMS) এ চাঁদা দেয়ার উপায় (রিভিউড) @myclusterdpe
Автор: My Cluster
Загружено: 2025-04-11
Просмотров: 12987
Описание:
সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক কল্যাণ ট্রাস্ট মূলত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত শিক্ষকবৃন্দের আর্থিক কল্যাণ সাধনের লক্ষ্যে গঠিত একটি সরকারি প্রতিষ্ঠান। এটি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ একটি সংস্থা। এই ট্রাস্টের প্রধান লক্ষ্য হলো সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের প্রতি সম্মান ও সাহায্য প্রদান করা। এটি তাদের জন্য বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা সরবরাহ করে। যেমন: শিক্ষকদের জন্য আর্থিক সাহায্য, শিক্ষার্থীদের জন্য উপকরণ প্রদান, শিক্ষার্থীদের জন্য শিক্ষার্থী কল্যাণ ফান্ড, স্কলারশিপ প্রদান ইত্যাদি। এই প্রতিষ্ঠানটির মাধ্যমে প্রাথমিক শিক্ষা সেবা গ্রহণকারী শিক্ষক ও শিক্ষার্থীদের জীবনের উপযুক্ত প্রস্তুতি ও সুযোগ সুবিধা নিশ্চিত করা হয়। সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক কল্যাণ ট্রাস্ট অর্ডিন্যান্স, ১৯৮৫ রহিতক্রমে সময়ের চাহিদার প্রতিফলনে ২০২৩ সালে সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক কল্যাণ ট্রাস্ট আইন, ২০২৩ নামে একটি নূতন আইন প্রণয়ন করা হয়। এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে গঠিত ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান তথা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সম্মানিত মহাপরিচালক জনাব আবু নূর মোঃ শামসুজ্জামান মহোদয়ের ঐকান্তিক প্রচেষ্টায় সম্প্রতি সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক কল্যাণ ট্রাস্ট ব্যবস্থাপনা সিস্টেম Teachers Welfare Trust Management System (TWTMS) এর কার্যক্রম শুরু হয়েছে। সে লক্ষ্যে TWTMS এর ব্যবহার করে চাঁদা দেয়ার উপায় নিয়ে এ ভিডিও তৈরি করা হয়েছে।
ভিডিও টি ভালো লাগলে চ্যা নেলটিকে সাবস্ক্রাইব করুন: / @myclusterdpe
#primaryeducation #my #mycluster #My cluster #primaryschool #primaryteacher #teacher #Mycluster #gps #primaryschool #primaryteacher #primaryeducation #myclusterdpe
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: