আবু বকর (রাঃ) এর গোপন আমল।Secretly good work of Abu bokor(R).
Автор: Shariatpur Islami Zubo Society
Загружено: 2021-02-15
Просмотров: 191
Описание:
আবু বকর (রাঃ) এর গোপন আমল।Secretly good work of Abu bokor(R).
ইসলামের প্রথম খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু ফজরের সালাত আদায় করে মরুভূমির দিকে হাঁটাহাঁটি করতেন এবং কিছুক্ষণ সেখানে অবস্থানের পর শহরে ফিরে আসতেন।ওমর রাদিয়াল্লাহু তা'আলা আনহু তাকে প্রতিদিন শহরের বাইরে ঘোরাফেরা করতে দেখে কৌতূহলবোধ করলেন।
তাই একদিন ফজরের সালাতের পর আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু যখন বের হলেন তখন তিনি পায়ে পায়ে তাকে অনুসরণ করতে লাগলেন।অতঃপর আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু মরুভূমিতে হাঁটতে-হাঁটতে একটি পুরাতন তাঁবুতে প্রবেশ করলে ওমর রাদিয়াল্লাহু তা'আলা আনহু একটি টিলার পিছনে লুকিয়ে থাকেন গোপনে।কিছুক্ষণ পর আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু সেই তাবু থেকে বেরিয়ে এসে আবার শহরের পথ ধরলেন।
এদিকে ওমর রাদিয়াল্লাহু তা'আলা আনহু টিলার আড়াল থেকে বের হলেন এবং উক্ত তাবুতে প্রবেশ করলেন। সেখানে তিনি এমন একজন অন্ধ দুর্বল মহিলাকে দেখতে পেলেন যার কয়েকটি শিশু সন্তান রয়েছে। তিনি তাকে জিজ্ঞেস করলেন তুমি কি জানো তোমার নিকটে কি আসে?
মহিলা বললো আমি তাকে চিনি না। তিনি একজন মুসলিম। প্রতিদিন সকালে তিনি আমাদের বাড়িতে এসে আমাদের গৃহ পরিষ্কার করেন। তারপর রুটি তৈরীর জন্য আটা পিষে এবং গৃহপালিত পশু গুলোর দুগ্ধ দোহন করে চলে যান।
একথা শুনে ওমর রাদিয়াল্লাহু তা'আলা আনহু বিস্ময়াবিভূতভাবে বেরিয়ে আসলেন এবং স্বগোক্তি করলেন,
হে আবু বকর! তুমি আমাদেরকে শিখিয়ে গেলে প্রজাদের জন্য রাষ্ট্রপ্রধান কে কিভাবে দায়িত্ব পালন করতে হয়।
তারীখু মাদীনাতি দিমাশক -৩০/৩২২
শিক্ষাঃ
অসহায় গরীব দুঃখীদের খোঁজখবর নেওয়াও তাদেরকে সহযোগিতা করা রাষ্ট্রপ্রধানের কর্তব্য।
#Islamic_golpo
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: