কুষ্টিয়ার চাষিরা দিন দিন মরিচ চাষে আগ্রহী হচ্ছেন ll SM TV KUSHTIA
Автор: S M TV KUSHTIA
Загружено: 2025-05-30
Просмотров: 35
Описание:
কুষ্টিয়ায় মরিচ আবাদ করে লাভের মুখ দেখেছেন চাষিরা। চলতি মৌসুমে ফলন ভালো হাওয়ায় এবং আশানুরুপ দাম পাওয়ায় মরিচ চাষে আগ্রহ বাড়ছে চাষিদের। মাঠ জুড়ে মরিচ গাছের সমারোহ দেখা যাচ্ছে।কুষ্টিয়ার স্থানীয় কৃষকরা ব্যস্ত সময় পার করছেন মরিচ গাছের পরিচর্যা করতে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে কুষ্টিয়ায় মোট এক হাজার ২৪৬ হেক্টর জমিতে মরিচ চাষ করা হয়েছে। এর মধ্যে দৌলতপুর উপজেলায় ৮১৬ হেক্টর, মিরপুর উপজেলায় ৮০ হেক্টর, ভেড়ামারা উপজেলায় ১০০ হেক্টর, খোকসা উপজেলায় ৩৫ হেক্টর ও কুমারখালী উপজেলায় ৮৫ হেক্টর জমিতে মরিচ চাষ করা হয়। মে মাসের টানা বর্ষণে হালকা ক্ষতি হয়েছে মরিচের। জমিতে জলাবদ্ধতার সৃষ্টি হওয়ায় আগাছা পরিষ্কার না থাকায় অনেক গাছ শুকিয়ে মারা গেছে। তবে কৃষকদের প্রত্যেক কৃষি কর্মকর্তা তাদের নিয়মিত পরামর্শ দিয়েছেন। যার ফলে কৃষকরা দিন দিন লাভবান হচ্ছেন। কৃষি কর্মকর্তাদের এই ধরনের আন্তরিকতা কৃষকদের মরিচ চাষে আগ্রহ আরো বাড়াবেন বলে কৃষকদের ধারণা। মরিচ চাষে লাভবান কুষ্টিয়ার চাষিরা মিরপুর উপজেলার ছাতিয়ান গ্রামের মরিচ চাষি বাবলু জানান, ‘এ বছর সাড়ে চার বিঘা জমিতে মরিচ চাষ করেছি। এখন পর্যন্ত প্রায় ৫০ হাজার টাকার মরিচ বিক্রি করেছি। বর্তমানে বাজারে মরিচের যে চাহিদা রয়েছে সে অনুযায়ী এখনও ৩/৪ লাখ টাকার মরিচ বিক্রি করা যাবে বলে আশা করছি।’চিথলিয়া গ্রামের মরিচ চাষি মমিন আলী জানান, ‘মরিচ চাষে অল্প খরচে অধিক লাভবান হওয়া যায়। তাই আমরা এখন অন্য ফসল ছেড়ে মরিচ আবাদ করছি। মরিচ চাষে বিঘা প্রতি ১৫ থেকে ২০ হাজার টাকা খরচ করে প্রায় ৫০-৬০ হাজার টাকা আয় করা সম্ভব।’মরিচ চাষে লাভবান কুষ্টিয়ার চাষিরা। শেরপুর গ্রামের মরিচ চাষি হাসান আলী জানান, ‘পাইকাররা এখান থেকে মরিচ কিনে নিয়ে যান। কাজেই বাজারজাত করার কোনও সমস্যা নেই। তবে মরিচ চাষিরা সরকারি সহায়তা পেলে আরও বেশি মরিচ চাষ করতে পারতেন।’ দৌলতপুর উপজেলার গাফতলা গ্রামের মাবিয়া খাতুন বলেন, ‘মরিচ আবাদে কীটনাশক, জমির সেচ, বীজ, সার, শ্রমিক খরচ দিয়ে বিঘাপ্রতি খরচ হয়েছে ২০ হাজার টাকা। মরিচ জমিতে ভালো হলে ৮০ হাজার থেকে ১ লাখ টাকা লাভ হয়।’ মরিচ চাষে লাভবান কুষ্টিয়ার চাষিরা। দৌলতপুর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোশারফ হোসেন বলেন, ‘চলতি বছর এ উপজেলায় ৮১৬ হেক্টর জমিতে মরিচ চাষ করা হয়েছে। কৃষকরা মরিচ চাষে অনেক লাভবান হয়েছে। তবে এ বছর মে মাসের শেষের দিকে কয়েকদিনের টানা বৃষ্টিতে অনেক মরিচ গাছ মরে যাওয়ায় তাদের কিছুটা ক্ষতি হয়েছে।’ জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের অতিরিক্ত উপপরিচালক (শস্য) ড. হায়াত মাহমুদ বলেন, ‘এবছর কৃষকরা মরিচ চাষ করে দাম ভালো পেয়েছেন। মে মাসের টানা বর্ষণে হালকা ক্ষতি হয়েছে মরিচের। জমিতে জলাবদ্ধতার সৃষ্টি হওয়ায় আগাছা পরিষ্কার না থাকায় অনেক গাছ শুকিয়ে মারা গেছে। তবে আমাদের প্রত্যেক কৃষি কর্মকর্তা তাদের নিয়মিত পরামর্শ দিয়েছেন।’
#kushtiamaurich #কুষ্টিয়ায়মরিচচাষ #গ্রামবাংলায় মরিচ চাষ #মরিচ চাষে কৃষকের ভাগ্য বদল #মরিচ চাষে দিন দিন আগ্রহী হচ্ছে কৃষকেরা #আমাদের প্রাণের কুষ্টিয়া #কুষ্টিয়ার চাষাবাদ #কুষ্টিয়ার কৃষি নিউজ #কুষ্টিয়ার সব খবর #এসএম টিভি কুষ্টিয়া #ঘরে বাইরে সব খবর #চোখ রাখুন এসএম টিভিতে #সাথে থাকুন এসএম টিভি #এস এম টিভি কুষ্টিয়া নতুনভাবে সর্জিত #এসএম টিভিতে সব খবর
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: