Paturia Daulatdia Ferry Ghat Road | পাটুরিয়া-দৌলতদিয়া ফেরিঘাট রাস্তা
Автор: Ariyan Creative Studio
Загружено: 2023-11-17
Просмотров: 56
Описание:
পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-পথ ঢাকার সঙ্গে দেশের সমগ্র দক্ষিণ-পশ্চিমাঞ্চল এবং আন্তর্জাতিক যোগাযোগের অন্যতম মাধ্যম। এ নৌ-পথে ১৮টি ফেরিতে প্রতিদিন হাজার হাজার যাত্রীবাহী ও মালবাহী পরিবহন পারাপার করা হয়ে থাকে।
অথচ পদ্মার দুই পাড়ের ঘাটগুলোর অনুন্নত অবকাঠামো, নদী ভাঙনে ঘাটের আয়তন কমা, ফেরি স্বল্পতা, যানবাহনের আধিক্য, নদীতে নাব্যতা সংকট ও সংযোগ সড়কের বেহালদশাসহ নানা কারণে সমস্যা-দুর্ভোগ ও দুই পাড়ে মারাত্মক যানজট নিত্যদিনের বিষয়ে পরিণত হয়েছে। ঈদসহ অন্যান্য উৎসবে যানজট ভয়াবহ রুপ নেয় ব্যস্ততম ঘাটগুলোতে।
ফেরিঘাটের তীব্র যানজটের কথা চিন্তা করে অনেকেই এ নৌ-রুটে যেতে ভয় পান।
এসব দুর্দশা লাঘবে বিদ্যমান ঘাটগুলোকে পর্যায়ক্রমে ভেঙে আধুনিক মানের ফেরিঘাট নির্মাণের উদ্যোগ নিয়েছে নৌ-পরিবহন মন্ত্রণালয়। নতুন উন্নয়ন প্রকল্পের মাধ্যমে মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার পাটুরিয়া এবং রাজবাড়ী উপজেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া- উভয় ফেরিঘাটকেই ঢেলে সাজানো হবে। দুই পাড়ের দূরত্ব ৪ দশমিক ৮৬ কিলোমিটার।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: