ব্যাংক একাউন্ট দিয়ে SSLCOMMERZ এ রেজিস্ট্রেশন করার পদ্ধতি
Автор: SSLCOMMERZ
Загружено: 2024-03-11
Просмотров: 13161
Описание: SSLCOMMERZ এর অফিশিয়াল মার্চেন্ট রেজিস্ট্রেশন এর জন্য SSLCOMMERZ এর ওয়েবসাইট এ সাইন আপ তথা যুক্ত হতে হবে। সেক্ষেত্রে শুরুতেই নিজের ফোন নম্বর টাইপ করুন এবং নিচে থাকা Terms & condition এ টিক মার্ক দিয়ে দিন। এবার Next বাটনে ক্লিক করলেই আপনার মোবাইলে একটি OTP তথা কোড আসবে যেটা সঠিকভাবে প্রদান করে মোবাইল নম্বরটি ভেরিফাই করে নিতে হবে। একই পদ্ধতিতে আপনি আপনার ই-মেইল আইডিটি প্রবেশ করিয়ে OTP ভেরিফিকেশন এর মাধ্যমে ভেরিফাই করে নিতে হবে। সঠিকভাবে ভেরিফিকেশন সম্পন্ন হলেই অনেকগুলো বক্স সমৃদ্ধ একটি পেজ চলে আসবে যেটাকে Personal Information ড্যাশবোর্ড বলা হয়। এবার নির্দিস্ট বক্স এ ক্লিক করার মাধ্যমে আপনি আপনার ছবি এবং আপনার NID এর উভয় দিকের ছবি আপলোড করতে হবে এবং Save & Continue আইকনে ক্লিক করতে হবে। এরপর Necessary Information নামে অপর একটি পেজ ওপেন হবে যেখানে ব্যবসায়িক তথ্য বিষয়ক কিছু ডায়ালগ বক্স ও ড্রপ-ডাউন বক্স থাকবে। প্রথমেই ব্যাবসায়িক লোগো সংযুক্ত করে নিচে থাকা ব্যবসায়িক নাম, ঠিকানা, শহরের নাম, ব্যবসার ধরন ইত্যাদি তথ্য একে একে ফিলাপ করতে হবে। এখানে উদাহরণস্বরূপ মার্চেন্ট কে একজন SME মার্চেন্ট হিসেবে দেখানো হলো এবং ট্রেড-লাইসেন্স এর স্থানে “No” লেখা হলো। এবার নিচে থাকা Support Details এ জায়গায় একটি সাপোর্ট নম্বর ও মেইল আইডি লিখতে হবে। এছাড়াও ব্যবসা শুরুর সন ও বাৎসরিক আয় লিখতে হবে। পরবর্তিতে Contact Person Details এর জায়গায় মার্চেন্ট এর নাম লিখলেই তার রেজিস্টারকৃত মেইল আইডি ও ফোন নম্বর স্বয়ংক্রিয়ভাবে ফিলাপ হয়ে যাবে। এবার সব তথ্য ঠিক থাকলে Save & Continue আইকনে ক্লিক করতে হবে এবং পরের পেজ এ যেতে হবে। এই পেজে আপনার ব্যবসা তথা কোম্পানির বিবরন দিতে হবে এবং ব্যাংক একাউন্ট না থেকে থাকলে PR Account তথা পার্সোনাল রিটেইল একাউন্ট খুলার অপশন দেখাবে। আপনি যদি ইতিপুর্বে ব্যাংক একাউন্ট খুলে থাকেন সেক্ষেত্রে নিচে থাকা Fill-up Bank Account আইকনে ক্লিক করবে এবং প্রয়োজনীয় তথ্যাদি ফিলাপ করতে হবে ও চেক এর একটি ছবি আপলোড করতে হবে। এ পর্যায়ে সকল তথ্য সঠিক থাকলে Save & Continue আইকনে ক্লিক করতে হবে এবং পরবর্তি পেজে যেতে হবে। এখানে আপনাকে একটি প্যাকেজ বেঁছে নিতে হবে সেক্ষত্রে ২ টি প্যাকেজ এর বিবরণী দেয়া থাকবে যেখান থেকে আপনার প্রয়োজনীয় সেবাগুলোর টিক মার্ক করে দিতে হবে। এরপর “Submit” আইকনে ক্লিক করলেই আপনার তথ্যগুলো আপলোড হবে এবং মার্চেন্ট হিসেবে আপনি সাত দিন এর ট্রায়াল এর জন্য বিবেচিত হবেন। এরপরের পেজ এ আপনাকে প্রয়োজনীয় ডকুমেন্টস এর স্ক্যান কপি তথা অনুলিপি আপলোড করতে হবে। সেক্ষেত্রে যথাক্রমে ডিজিটাল বিজনেস আইডেন্টিটি ফর্ম তথা DBID ফর্ম, VAT Certificate ও TIN Documents , ট্রেড-লাইসেন্স এর কপি, মার্চেন্ট এনরোলমেন্ট ফর্ম ও মার্চেন্ট ওয়েবসাইট কমপ্লাইয়েন্স সার্টিফিকেট এর অনুলিপি আপলোড করতে হবে। এক্ষেত্রে মার্চেন্ট এনরোলমেন্ট ফর্ম তথা MEF ফর্মটি ডাউনলোড করে ফিলাপ করতে হবে এবং সিল ও সাইন সহ এর স্ক্যানকপিটি আপলোড করতে হবে। সকল ডকুমেন্টস সঠিকভাবে প্রদান ও পরিক্ষন শেষে আপনি SSLCOMMERZ এর একজন সফল রেজিস্টার্ড মার্চেন্ট হিসেবে গন্য হবেন। একজন SME মার্চেন্ট হিসেবে সহজেই SSLCOMMERZ এর অফিশিয়াল সাইন আপ সম্পন্ন করতে পারবেন এবং আপনার ব্যবসাকে এগিয়ে নিতে পারবেন ডিজিটালি।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: