স্বপ্ন'র বনশ্রী ডি ব্লকের নতুন শাখা সম্পর্কে।
Автор: Hello World 2.0
Загружено: 2025-11-04
Просмотров: 68
Описание:
দেশের অন্যতম রিটেইল চেইন শপ 'স্বপ্ন' বনশ্রী এলাকার ডি ব্লকে এলো আরো বড় পরিসরে।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেল ৪টায় স্বপ্ন'র নতুন এই আউটলেট উদ্বোধন করা হয়।
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বপ্ন-এর বিজনেস ডিরেক্টর সোহেল তানভীর খান, রিজিওনাল হেড অব (অপারেশনস) আশরাফুল ইসলাম, রিজিওনাল ম্যানেজার অব (অপারেশনস) কামরুজ্জামান স্বাধীনসহ অনেকে।
স্বপ্নের ব্যবস্থাপনা পরিচালক সাব্বির হাসান নাসির নতুন এই আউটলেট নিয়ে বলেন, গ্রাহকদের সুবিধার্থে স্বপ্ন এখন প্রায় দেশজুড়ে। বনশ্রী এলাকায় অনেক দিন ধরেই আমরা একটি অত্যাধুনিক বড় আউটলেট করার পরিকল্পনা করছিলাম। এখানে আমাদের সেবার পরিসর আরও বিস্তৃত হবে। আশা করছি, স্বাস্থ্যসম্মত ও নিরাপদ পরিবেশে গ্রাহকরা স্বপ্নর এই আউটলেটে নিয়মিত বাজার করবেন।
স্বপ্নের পরিচালক (অপারেশনস) আবু নাছের বলেন, উদ্বোধন উপলক্ষে গ্রাহকদের জন্য রয়েছে মাসব্যাপী আকর্ষণীয় সব অফার। বাই ওয়ান গেট ওয়ান ফ্রি ছাড়াও থাকছে নগদ মূল্যছাড়।
এটি স্বপ্ন'র ৭৩৩তম আউটলেট। নতুন আউটলেটের ঠিকানা এবং যোগাযোগের নাম্বার: ১৪/ক. ট্রপিক্যাল হোমস, মেইন রোড, ব্লক ডি, বনশ্রী, ঢাকা। যোগাযোগ : ০১৯০৬-৮৯৭৫৫৫।
#shwapno
#স্বপ্ন
#স্বপ্নবনশ্রী
#স্বপ্নবনশ্রীডিব্লক
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: