সুবহে সাদেকের সময় কষ্টকরে শুধু ১ বার পড়ুন। নদীর জোয়ারের মত রিজিক আসবে । জিবনেও আর অভাব আসবেনা
Автор: Dini Amol
Загружено: 2022-07-19
Просмотров: 3288
Описание:
সুবহে সাদেকের সময় কষ্টকরে শুধু ১ বার পড়ুন । নদীর জোয়ারের মত রিজিক আসবে । জিবনেও আর অভাব আসবেনা #dini_amol
যে দোয়া পাঠ করলে মানুষের অভাব দূর হয়ঃ
যে ব্যক্তি এ বাক্যগুলো সাতবার বলবে আল্লাহতায়ালা তার সত্তরটি অভাব দূর করবেন। তার মধ্যে সবচেয়ে হাল্কা বিপদ হলো মানুষ অভাব। দোয়াটি হলোঃ
বাংলা উচ্চারণ- লা হাউলা ওয়ালা কুওয়্যাতা ইল্লাবিল্লাহ- লা মালজায়া মিনাল্লাহি ইল্লা ইলাইহি।
বাংলা অর্থ- আল্লাহর সাহায্য ছাড়া গুনাহ থেকে বিরত থাকা এবং নেক আমলে মশগুল হওয়া সম্ভব না।
টাকা পয়সার সমস্যা কাটিয়ে উঠার, দারিদ্র্যতা-অভাব দূর হওয়ার পরীক্ষিত আমল!
নিচের আমলটি অভাব দূর হওয়ার ক্ষেত্রে খুবই কার্যকরী ও পরীক্ষিত! অভাব দূর হওয়ার জন্য সূর্য উঠার আগে একটু কষ্ট করলেই ফযরের নামাযের আগে বা পরে আপনি নিচের আমলটি করতে পারেন-
বাংলা উচ্চারণ- সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আলিয়্যিল আযীম, ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ।
বাংলা অর্থ- মহাপবিত্র আল্লাহ এবং সকল প্রশংসা তাঁর জন্য; মহাপবিত্র আল্লাহ, যিনি সমুচ্চ, মহান; এবং সকল প্রশংসা তাঁর জন্য, আমি আল্লাহর কাছে ক্ষমা চাই।
কেউ যদি এই দোয়া প্রতিদিন ১০০ বার পড়ে তবে তা দারিদ্র্যতার বিরুদ্ধে তাকে নিরাপত্তা দিবে, সম্পদ অর্জনের মাধ্যম হবে এবং কবরের পরীক্ষা থেকে সে মুক্ত থাকবে।
আল্লাহ্ তায়ালা আমাদের সকলকে এই দোয়াটি প্রত্যেক ফজরের পর বেশি বেশি পড়ার তাওফিক দিন। আমিন।
Повторяем попытку...

Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: