গোলাপ গ্রামে একদিন || Golap Gram || The Rose Village
Автор: Jimy Bosak
Загружено: 2022-08-26
Просмотров: 258
Описание:
সাদুল্লাপুর, যা গোলাপ গ্রাম নামেও পরিচিত, সাভারের বিরুলিয়া ইউনিয়নে তুরাগ নদীর তীরে অবস্থিত একটি পর্যটন আকর্ষণ। এই পুরো গ্রামটিই নানা রঙের গোলাপ ফুল দিয়ে ঘেরা। একে গোলাপ গ্রাম বলা হলেও এখানে গোলাপ ছাড়াও অনেক ফুল আছে, যেমন- জারবেরা, গ্লাডিওলাস ইত্যাদি। ঢাকায় ফুলের চাহিদা মেটাতে এই গ্রাম ভূমিকা রাখে।
আপনি বিরুলিয়া থেকে সরাসরি অটোতে চলে আসতে পারেন। আসার পথে দেখতে পারবেন অনেক গোলাপ বাগান। বিভিন্ন স্পটে দাঁড়িয়ে ছবি তুলতে পারবেন। রাস্তার দুপাশের মনোরম দৃশ্য আপনাকে মুগ্দ্ধ করবে। সবচেয়ে ভালো নিজের গাড়িতে আসবেন বা ভাড়া গাড়িতে আসবেন। ইচ্ছা মতো যেখানে সেখানে দাঁড়াবেন।
#গোলাপগ্রাম #সাদুল্লাপুর #golap_gram #rose_village #sadullapur
Повторяем попытку...

Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: