অত্যাধুনিক ব্লক পাবলিক হেলথ ইউনিট।সোনারপুর গ্রামীন হাসপাতাল।সম্পূর্ণ বিনামূল্যে
Автор: Sonarpur Update
Загружено: 2025-04-22
Просмотров: 142
Описание:
সোনারপুরবাসীর জন্য এক আশার আলো নিয়ে এসেছে সোনারপুর গ্রামীন হাসপাতাল। সম্প্রতি এখানে তৈরি হয়েছে একটি অত্যাধুনিক ব্লক পাবলিক হেলথ ইউনিট, যা স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে এক নতুন দিগন্তের সূচনা করতে চলেছে।
এই ইউনিটের মাধ্যমে এলাকার সাধারণ মানুষ এখন সম্পূর্ণ বিনামূল্যে পেতে চলেছেন বিভিন্ন গুরুত্বপূর্ণ ও জটিল স্বাস্থ্য পরীক্ষার সুযোগ। ব্লক স্বাস্থ্য আধিকারিক অনুপ মিশ্র জানিয়েছেন, খুব শীঘ্রই এই ইউনিটের পরিষেবা চালু করা হবে। ইতিমধ্যেই নির্মাণ কাজ শেষ হয়ে গেছে, আর প্রয়োজনীয় উচ্চ প্রযুক্তির যন্ত্রপাতিও পৌঁছে গেছে হাসপাতালে।
এই হেলথ ইউনিটে যে পরীক্ষাগুলি করা যাবে, তার মধ্যে রয়েছে:
ম্যালেরিয়া, ডেঙ্গু, থ্যালাসেমিয়া, এইচআইভি, ভাইরাল হেপাটাইটিস, হিমোগ্লোবিন লেভেল, প্রসূতিদের বিভিন্ন রক্ত পরীক্ষা, ট্রু ন্যাট মেথডে টিউবারকুলোসিস নির্ণয়, কোলেস্টেরল ও ট্রাইগ্লিসারাইড পরিমাপ, ইউরিয়া ও ক্রিয়েটিনিন টেস্ট, এমনকি লিভার ফাংশন টেস্টও।
এইসব পরীক্ষার জন্য যে অত্যাধুনিক যন্ত্রপাতি প্রয়োজন, সেগুলি ইতিমধ্যে বসানো হয়েছে ইউনিটে। এগুলোর মধ্যে রয়েছে অটোমেটেড অ্যানালাইযার, সেন্ট্রিফিউজ মেশিন, মাইক্রোস্কোপ, বায়োকেমিক্যাল টেস্ট কিটস এবং আরও অনেক কিছু। আরও কিছু যন্ত্রপাতি আসার অপেক্ষায় রয়েছে, যার পরে পুরো ইউনিট সম্পূর্ণভাবে কাজ শুরু করতে পারবে।
পরিষেবার গুণমান বজায় রাখতে নিয়োগ করা হয়েছে দক্ষ ও প্রশিক্ষিত টেকনিশিয়ান। তারা আধুনিক যন্ত্রপাতি পরিচালনা এবং রোগ নির্ণয়ের ক্ষেত্রে বিশেষজ্ঞ।
এই ইউনিট চালু হলে সোনারপুর অঞ্চলের বহু গরীব ও নিম্নবিত্ত মানুষ উপকৃত হবেন। যাঁরা এতদিন সামান্য একটি রক্ত পরীক্ষা করানোর জন্যও শহরে গিয়ে লম্বা লাইন দিতেন বা খরচের ভয়ে পরীক্ষা করাতে পারতেন না — তাঁদের জন্য এটা এক যুগান্তকারী পদক্ষেপ।
স্বাস্থ্য দপ্তরের সবুজ সংকেত পেলেই এই পরিষেবা আনুষ্ঠানিকভাবে শুরু হবে। শুধু সোনারপুর নয়, আশপাশের বহু গ্রামের মানুষও এই ইউনিট থেকে উপকৃত হবেন। এটি স্বাস্থ্য পরিকাঠামোকে করবে আরও শক্তিশালী ও মানবিক।
স্বাস্থ্য মানেই সমাজের ভিত্তি। আর সেই ভিত্তিকে আরও মজবুত করতে সোনারপুর গ্রামীন হাসপাতালের এই উদ্যোগ নিঃসন্দেহে এক প্রশংসনীয় পদক্ষেপ।
এখন শুধু সময়ের অপেক্ষা। শুরু হলেই, এই ব্লক পাবলিক হেলথ ইউনিট হয়ে উঠবে এলাকার স্বাস্থ্য সচেতনতার এক নতুন ঠিকানা।
sonarpur update চ্যানেলে সবরকম ভিডিও দেখতে পাবেন আপনারা।আপনার জীবনের কঠীন লড়াই থেকে আপনার সফলতা,রাজনৈতিক ময়দান থেকে খেলার ময়দান,সবকিছুই আমরা তুলে ধরার চেষ্টা করবো।আপনাদের সাপোর্ট সর্বদাই চাই।
ফেসবুক পেজ : / 19tkzzqkjd
ইউটিউব চ্যানেল : / @sonarpurupdate
ওয়েবসাইট - https://sonarpurupdate.com/
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: