শাসকের অনুমতি ছাড়া জিহাদ করা হারাম? ┇ শাইখ মতিউর রহমান মাদানী
Автор: Āt Tāwhid
Загружено: 2025-10-10
Просмотров: 266
Описание:
শাসকের অনুমতি ছাড়া জিহাদ করা জায়েজ?
by, শাইখ মতিউর রহমান মাদানী
বাতিলের বিরুদ্ধে সত্য প্রতিষ্ঠার লড়াই করা হলো জিহাদ। কিন্তু জিহাদ কত প্রকার এবং কখন কোন জিহাদ ফরজ? শাসকের অনুমতি ছাড়া জিহাদ করা যাবে কিনা, এমন অনেক প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে এই ভিডিওতে।
• জিহাদের প্রকৃত অর্থ ও সংজ্ঞা: বাতিলের বিরুদ্ধে দ্বীন প্রতিষ্ঠা করাই হলো জিহাদ, যার স্পষ্ট ব্যাখ্যা কুরআন ও হাদিসে রয়েছে।
• জিহাদের প্রকারভেদ: ইসলামের দৃষ্টিতে জিহাদ মূলত দুই প্রকার— প্রতিরক্ষামূলক জিহাদ এবং দ্বীন কায়েমের জন্য জিহাদ।
• শাসকের ভূমিকা: জিহাদের ক্ষেত্রে মুসলিম শাসক বা খলিফার অনুমতি কখন আবশ্যক এবং কখন তা ছাড়াও জিহাদ করা যাবে, তা বিস্তারিত আলোচনা করা হয়েছে।
• প্রতিরক্ষামূলক জিহাদ: শত্রু আক্রমণ করলে বা জালিম শাসকের অত্যাচারে মুসলিমদের উপর অত্যাচার শুরু হলে শাসকের অনুমতি ছাড়াই এই জিহাদ জায়েজ ও ফরজ হয়।
• দ্বীন কায়েমের জিহাদ: ইসলাম প্রতিষ্ঠা বা দ্বীন কায়েমের জন্য জিহাদের ক্ষেত্রে শুধু ডিফেনসিফই নয় বরং অফেনসিফ ভুমিকা গ্রহণ করাও জায়েজ। খাইবার, মুতা, তাবুকের যুদ্ধ এর উদাহরণ।
• মতিউর রহমান মাদানীর অভিমত: ত্বাগুতের বিরুদ্ধে জিহাদ এবং শাসকের অনুমতি সম্পর্কে জনপ্রিয় সালাফি বক্তা মতিউর রহমান মাদানীর দলিলভিত্তিক ব্যাখ্যা তুলে ধরা হয়েছে। এটাই সালাফি আকিদা। তবে এই আলোচনা বা বক্তব্যের ওপর তিনি বর্তমানে প্রতিষ্ঠিত নেই। এটা তার ২০১৩ সালের আগের বক্তব্য। যখন শাইখ জসিমউদদীন রহমানী হাফিজাহুল্লাহর সঙ্গে তার ভালো সম্পর্ক ছিল। পরবর্তীতে আহালে সৌদের অন্ধ আনুগত্ব ও দাসত্ব তাকে সালাফি আকিদার থেকে বিচ্যুত করে মাদখালিতে পরিনত করে দিয়েছে। আমরা তার জন্য দোয়া করি ইংশা'আল্লাহ।
এই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করেছি জিহাদ কত প্রকার ও কি কি এবং জিহাদ অর্থ কি বা জিহাদ বলতে কি বোঝায়। জনপ্রিয় আহালে হাদিস ও সালাফি বক্তা মতিউর রহমান মাদানী-এর ব্যাখ্যা অনুযায়ী, জিহাদ কি ও কেন, জিহাদ কি ফরজ, এবং জিহাদ কি এখন ফরজ সেই প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে। বিশেষভাবে আলোচিত হয়েছে শাসকের অনুমতি ছাড়া জিহাদ করা জায়েজ কিনা। মতিউর রহমান মাদানী প্রশ্ন উত্তর পর্বে তিনি ব্যাখ্যা করেন যে, প্রতিরক্ষা মূলক জিহাদের জন্য শাসকের অনুমতির প্রয়োজন নেই, বিশেষ করে যখন কোনো ত্বাগুত শাসক বা জালিমের বিরুদ্ধে জিহাদ করতে হয়। তাঁর সালাফি মানহাজ ও সালাফি আকিদা-এর আলোকে আমরা জানতে পারি মুসলিম শাসকের অনুমতি ছাড়া প্রতিরক্ষামূলক জিহাদ করা জায়েজ। এছাড়া দ্বীন কায়েমের জন্য জিহাদ-এর জন্য খলিফা বা রাষ্ট্রপ্রধানের নির্দেশনা অপরিহার্য। ভিডিওতে অফেনসিফ জিহাদের উদাহরণ হিসেবে খন্দকের যুদ্ধ, খাইবারের যুদ্ধ, মুতায়ের যুদ্ধ, মক্কা বিজয়, তায়েফ, হুনাইন, তাবুকের যুদ্ধ-এর কথা উল্লেখ করা হয়েছে। আপনি যদি Motiur Rahman Madani, Motiur Rahman Madani official, Motiur Rahman Madani waz, Motiur Rahman Madani new lecture, Motiur Rahman Madani old lecture 2013, 2012, বা Motiur Rahman Madani bangla waz খুঁজে থাকেন, তবে এই সালাফি বক্তব্য আপনার জন্য। এটি একটি salafi dawah এবং salaf-এর দৃষ্টিকোণ থেকে জিহাদ কি এবং কেন তা তুলে ধরে।
_____________________________________________
YouTube: / @attawhix
Telegram: https://t.me/AtTawhix
Instagram: / attawhix
Email: [email protected]
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: