পদ্মার ইলিশ আর চিংড়ি মাছের দাম শুনলে চোখ কপালে উঠবে আপনার! || Bangla Fishing Life
Автор: BangLa FisHing Life
Загружено: 2025-08-03
Просмотров: 269
Описание:
আজকে বাজারে উঠেছে অনেক চিংড়ি। এই চিংড়ি মাছের যেমন চাহিদা তেমন দামটা একটু বেশী। মাঝে মাঝে দুই একটা বড় সাইজের ইলিশ উঠে, সেটার দাম নিয়ে লাগে কারাকারি। দর্শক আজকে দেখতে পাবেন পদ্মা নদীর অনেক চিংড়ি মাছের নিলাম, ইলিশ মাছের নিলাম, সাথে বেলে মাছ এবং কিছু পাচ মিশালি মাছ।
যদি কেউ পদ্মা নদীর একদম তাজা মাছ কিনতে চান, তারা চলে আসতে পারেন ঢাকা জেলার দোহার থানায়। দোহার থানায় অনেক গুলা ঘাট আছে যেগুলা পদ্মা নদী সংলগ্ন। দর্শক এর মধ্যে ৩ টা ঘাট সেরা। (১) মেঘুলা ঘাট (মেঘুলা বাজার পদ্মা নদী সংলগ্ন)
(২) মৈনট ঘাট (মৈনট পদ্মা নদী সংলগ্ন)
(৩) নারিশা ঘাট (নারিশা বাজার পদ্মা নদী সংলগ্ন)
কিভাবে আসবেন: ঢাকা গুলিস্তান থেকে, ঢাকা দোহারের বাস পাবেন। সেই বাসে উঠলে কদমতলি হয়ে মাওয়া হাইওয়ে দিয়ে, মুন্সিগঞ্জের শ্রীনগর হয়ে দোহারে প্রবেশ করবে। আপনি নারিশা এবং মেঘুলা ঘাট পৌছাতে পারবেন। কিন্তু সমস্যা হলো পদ্মা নদীর তাজা মাছ গুলা সস্তায় নিলামে বিক্রি হয় সকাল ৬ টা থেকে ৮ টার মধ্যে। তাই যারা মাছ কিনতে চান তারা নিজেদের বাইক বা বন্ধুর বাইক নিয়ে ঢাকা গুলিস্তান থেকে ভোর রাত ৪ টা ৪০মিনিটে রওনা দিতে পারলে নারিশা এবং মেঘুলা ঘাটে ৫ টা ৩০ মিনিটে উপস্তিত থাকতে পারবেন।
ঢাকার মোহাম্মদপুর থেকে কেরানীগঞ্জ, নবাবগঞ্জ হয়ে দোহার থানার মৈনট ঘাট পৌছাতে পারবেন। নবাবগঞ্জ বাসস্ট্যান্ড এসে যে কাউকে জিজ্ঞেস করলে আপনাকে রাস্তা দেখিয়ে দেবে। নবাবগঞ্জ বাসস্ট্যান্ড থেকে মাঝিরকান্দা, সেখান থেকে বাম পাশের রাস্তা দিয়ে বাশতলা এসে ডান পাশের রাস্তায় গেলে সোজা কার্তিকপুর। কার্তিকপুর বাজারে থেকে বাম পাসের রাস্তায় সোজা মৈনট ঘাট।
ভিডিও ভালো লাগলে এবং আরও অনেক রকম মাছের ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে, আমাদের সাথেই যুক্ত থাকুন।
🎵Background music: Sleepvolume
🎧music by: pixabay
🔗http://pixabay.com/music
#fishingvideo #fish #মাছেরনিলাম #fishing #viralvideo #fishauction #ilishmach #bangladeshfishing #fishmarket #shrimp
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: