রাসূলুল্লাহ (সাঃ) এর উপর মহিলা সাহাবীদের ভালোবাসা__ জাকারিয়া মাসুদ।
Автор: Md Jihad Ali
Загружено: 2025-04-24
Просмотров: 30
Описание:
রাসূলুল্লাহ (সাঃ) এর উপর মহিলা সাহাবীদের ভালোবাসা__ জাকারিয়া মাসুদ।
এটা নির্দ্বিধায় বলা যায়, © [ এই উম্মাহর ] ® মাঝে এমন একজন শহীদ কিংবা হকপন্থী আলিমও পাওয়া যাবে না যিনি রাতে ঘুম থেকে ওঠেননি, তাহাজ্জুদ আদায় করেননি। আজকের তথাকথিত মুর্খ আলিমরা উম্মাহকে ভ্রষ্টতার দিকে ঠেলে দিয়েছে। কারণ, তারা কোনোদিনই ইবনু তাইমিয়া (রহ.), কিংবা ইমাম আহমাদ ইবনু হাম্বল (রহ.) এর মতো রাতের গভীরে সাজদায় অবনত হয়ে আল্লাহর দরবারে সঠিক পথের দিকনির্দেশনা চায়নি।
আল্লাহর দরবারে রাতে সাজদায় কাটানো ব্যক্তি দিনের বেলায় কখনও কাফিরদের সন্তুষ্ট করতে পারে না, কিংবা আকীদার যে-বিষয়ে কোনো মতভেদ নেই, সে বিষয়ে উম্মাহকে গোমরাহ করতে পারে না।
তাহাজ্জুদের কারণে আল্লাহ(ﷻ) তাঁর সাহাবিদের প্রশংসা করেছেন। আল্লাহ (ﷻ) বলেন:
تَرَاهُمْ رُكَّعًا سُجَّدًا...
"আপনি তাদের রুকূ ও সাজদারত দেখবেন..." [সূরা ফাতহ, আয়াত ২৯]
™™™™™™™™™™™™™™™™™™
®©®© “এই উম্মাহ” বলতে মুহাম্মদ (ﷺ)-এর উম্মাহ—অর্থাৎ মুসলিম উম্মাহকে বোঝানো হয়েছে। এটি মূলত বর্তমান সময়ের কিছু তথাকথিত আলেম বা ধর্মীয় নেতাদের উদ্দেশ্যে সমালোচনামূলকভাবে লেখা, যারা ইবাদতে গাফিল, রাত জেগে তাহাজ্জুদ আদায় করেন না, সমাজ ও উম্মাহর প্রকৃত দিকনির্দেশনার দায়িত্ব পালন করছেন না —তাদের দায়িত্বহীনতার চিত্র তুলে ধরা হয়েছে।
তুলনা করে বোঝানো হয়েছে যে পূর্ববর্তী যুগের প্রকৃত হকপন্থী আলেমগণ যেমন ইমাম আহমাদ ইবনু হাম্বল (রহ.) বা ইবনু তাইমিয়ার (রহ.) মতো আলেমরা কিভাবে ইবাদত ও দায়িত্বে সচেতন ছিলেন, সেই রকম আলেম আজকের সমাজে বিরল । এই লেখাটির উদ্দেশ্য হলো মুসলিম উম্মাহকে সচেতন করা এবং দ্বীন প্রতিষ্ঠায় দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো।
@bayyinah @NAKBangla @MessageOfDeen @muftimenkofficial @Ahmad_Alnufais @seshjamanargolpoofficial @YasirQadhi @yaqeeninstituteofficial @AnNafee_Official @shamsul_haque
#nomanalikhan #drnabil #drnabil #নাস্তিকতা #mahmudul_hasan_sohag # jakariamasud
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: