দাতের ক্যাপ খুলে গেলে কি করবেন || Dental Care BD
Автор: Dental Care BD
Загружено: 2021-05-23
Просмотров: 9776
Описание:
দাঁতের ক্যাপ খুলে গেলে কী করবেন?
#দাঁতেরক্যাপহঠাৎখুলেগেলেকীকরবেন
#TeethCap
#DentalCareBD
দাঁতের ক্যাপ বা ক্রাউন এই শব্দটি কম–বেশি সবার কাছেই পরিচিত। সাধারণত ভাঙ্গা দাঁত বা ক্ষয় হওয়া দাঁতকে আগের অবস্থানে ফিরিয়ে আনার জন্য দাঁতে ক্যাপ বা ক্রাউন করা হয়। এ ছাড়া রুট ক্যানেল করা দাঁতকে পরবর্তীতে ভেঙ্গে যাওয়ার হাত থেকে রক্ষা করার জন্যও দাঁতে ক্যাপ বা ক্রাউন করা হয়।
দাঁতের ক্যাপ বা ক্রাউনগুলো সাধারণত ফিলিং ম্যাটেরিয়াল দিয়ে লাগানো হয়ে থাকে। তারপরও দেখা যায় অনেক সময় বিভিন্ন কারণে এই ক্যাপ বা ক্রাউন খুলে যেতে পারে। আর এ নিয়ে আমরা অনেকেই অনেক সময় চিন্তিত হয়ে পড়ি।
যেসব কারণে দাঁতের ক্যাপ বা ক্রাউন খুলে যায়ঃ
১. যে দাঁতে ক্যাপ করা হয়েছে সেই দাঁতটি যদি আগে থেকে অনেক বেশি ভাঙ্গা থাকে তাহলে ক্যাপ করার পরে সেই ক্যাপটি ভেঙ্গে যাওয়ার সম্ভাবনা থাকে।
২. ক্যাপ বা ক্রাউন যে ফিলিং ম্যাটেরিয়াল দিয়ে লাগানো হয়ে থাকে সেই ফিলিং ম্যাটেরিয়ালের একটি নির্দিষ্ট অর্ধায়ু থাকে। সেই অর্ধায়ুটি অতিক্রম করার পরে আস্তে আস্তে ফিলিং ম্যাটেরিয়ালের কার্যক্ষমতা কমে যায় তখন অনেক সময় ক্যাপ বা ক্রাউন খুলে যেতে পারে।
৩.ক্যাপ বা ক্রাউন লাগানো পর পরবর্তী ১ ঘন্টা মুখে পানি নেয়া যাবে না। ক্যাপ লাগানোর পরপরই যদি মুখে পানি নেয়া হয় তাহলে ক্যাপ বা ক্রাউন খুলে আসতে পারে।
৪. ক্যাপ বা ক্রাউন করা দাঁত দিয়ে অতিরিক্ত শক্ত খাবার যেমন পেয়ারা, হাড় কামড় দিলেও ক্যাপ ভেঙ্গে যেতে পারে।
দাঁতের ক্যাপ হঠাৎ খুলে আসলে কী করবেন?
দাঁতের ক্যাপ যদি কখনো হঠাৎ খুলে আসে সেই ক্যাপটি ফেলে না দিয়ে যত্ন করে রেখে দিন। এরপর সেই ক্যাপটি নিয়ে আপনাদের আশেপাশের দন্ত চিকিৎসকের কাছে গিয়ে পুনরায় ফিলিং ম্যাটেরিয়াল দিয়ে লাগিয়ে নিতে পারবেন।
অনেকেই দাঁতের ক্যাপ খুলে গেলে অবহেলা করে সেটি রেখে দেন।সেই ক্যাপটি যদি দ্রুত দাঁতে না লাগিয়ে দীর্ঘদিন রেখে দেন তবে সেই দাঁতটি দীর্ঘদিন খোলা থাকতে থাকতে সেখানে খাবার ঢোকা শুরু করবে। খাবার ঢুকতে ঢুকতে সেই দাঁতটিতে নতুন করে ইনফেকশন তৈরি হয়ে রুট ক্যানেল নষ্ট হয়ে যেতে পারে।
Dr.Rezowana yasmin (mishu)
BDS, PGT,
Dhaka Dental college.
Dental surgeon
The Labaid diagnostic
centre & hospital.
Brahmanbaria.
facebook page: / dental-care-bd-113146527152174
Chamber page: / thelabaiddental
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: