Chapter 01: বায়োমেট্রিক্স, বায়োইনফরমেটিক্স ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং আর কৃত্রিম বুদ্ধিমত্তা ও রোবটিকস
Автор: AKMCC ICT Department
Загружено: 2020-05-14
Просмотров: 92
Описание:
বায়োমেট্রিক্স ও বায়োইনফরমেটিক্স
বায়োমেট্রিক্স (Biology Metrics)
বায়োমেট্রিক্স হলো বায়োলজিক্যাল(জৈবিক) ডেটা পরিমাপ এবং বিশ্লেষণ করার প্রযুক্তি। বায়োমেট্রিক্স হলো এমন একটি প্রযুক্তি যেখানে কোন ব্যক্তির শারীরবৃত্তীয় অথবা আচরণগত বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে অদ্বিতীয়ভাবে চিহ্নিত বা সনাক্ত করা হয়।
বায়োইনফরমেটিক্স (Biology Computer)
কম্পিউটার বিজ্ঞান, পরিসংখ্যান, গণিত এবং ইঞ্জিনিয়ারিং জ্ঞানকে ব্যবহার করে জৈবিক সমস্যা সমাধানের বিজ্ঞান হলো বায়োইনফরমেটিক্স ।
জেনেটিক ইঞ্জিনিয়ারিংঃ
জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ বায়োটেকনোলজি ব্যবহার করে কোনও জীবের জিনের সরাসরি ম্যানিপুলেশন বা পরিবর্তন করা হয় ।
কৃত্রিম বুদ্ধিমত্তাঃ
কৃত্রিম বুদ্ধিমত্তা হলো মানুষের বুদ্ধিমত্তাকে মেশিনে সিমুলেশন করা যা মানুষের মত চিন্তা-ভাবনা করে সিদ্ধান্ত নিতে পারবে।
রোবটিকসঃ
প্রযুক্তির যে শাখায় রোবটের ডিজাইন, গঠন, পরিচালন ও প্রয়োগক্ষেত্র সম্পর্কে আলোচনা করা হয়, সেই শাখাকে রোবটিকস বলা হয়।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: