কবিতার স্ফুলিঙ্গ স্ফুলিঙ্গের কবিতা । সংস্কৃতিবাংলা । কবি মজিদ মাহমুদ
Автор: Mozid Mahmud (মজিদ মাহমুদ)
Загружено: 2025-01-28
Просмотров: 353
Описание:
শুক্রবার, ২৪ জানুয়ারি, বিকেলে রাজধানীর মিরপুরে বৌটুবানি মিলনায়তনে সংস্কৃতিবাংলা আয়োজন করেছিল “কবিতার স্ফুলিঙ্গ, স্ফুলিঙ্গের কবিতা” শিরোনামে তরুণ কবিদের কবিতা পাঠ ও আলোচনা। অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্যে কবি ও প্রাবন্ধিক মজিদ মাহমুদ বর্তমান সরকারের দুঃশাসন প্রসঙ্গে বলেন, “একটা সময় ছিল যখন প্রশ্ন করার অধিকার ছিল না। আশা করি, সেই পরিস্থিতি আর ফিরে আসবে না।”
আলোচনায় কবি, প্রাবন্ধিক ও অনুবাদক ফয়েজ আলম তরুণ কবিদের কবিতার গুণগত দিক নিয়ে মতামত দেন। তিনি উল্লেখ করেন, “বহুমতের সমাবেশ ছাড়া একটি আদর্শ সমাজ তৈরি হয় না। তরুণদের কবিতায় এমন অনেক দিক রয়েছে যা এই আয়োজনে উপস্থাপিত শিরোনামের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। ২০২৪ সালের ৫ আগস্টের ঘটনাবলির প্রভাব, সেই সময়ের ক্ষোভ এবং দুঃখের প্রতিফলন এসব কবিতায় দেখা যায়।”
আয়োজনের সভাপ্রধান গবেষক ও প্রাবন্ধিক ফয়জুল লতিফ চৌধুরী তরুণ কবিদের লেখার বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেন। তিনি ধ্রুপদী সাহিত্যের প্রসঙ্গ টেনে বলেন, “কবিতার ধ্রুপদী ধারা সবসময় একই থাকে না; সময়ের সাথে তা পরিবর্তিত হয়। রবীন্দ্রনাথ ঠাকুর, জীবনানন্দ দাশ, শামসুর রাহমান, আল মাহমুদ প্রমুখ কবিদের লেখার বৈশিষ্ট্য বিভিন্ন হলেও, তারা সবাই ধ্রুপদী হয়ে উঠেছেন।”
তিনি আরও বলেন, “বাংলাদেশে গণতান্ত্রিক শাসন বারবার স্বৈরাচারী রূপ ধারণ করে কেন, তা গভীরভাবে পর্যবেক্ষণ করা জরুরি। শিল্প-সাহিত্যের কাজ সুপরিচিত বিষয়কে নতুনভাবে উপস্থাপন করা। এই অপরিচিতকরণ কৌশল বর্তমান সময়ের শিল্প-সাহিত্যে আরও কার্যকরভাবে প্রয়োগ করা প্রয়োজন।”
অনুষ্ঠানে কবিতা পাঠ করেন রাসেল রায়হান, রোজেন হাসান, শাকিল মাহমুদ, রনক জামান, খান আলাউদ্দিন, আবিদ আজম, হিম ঋতব্রত, মঈন মুনতাসীর, শামস আরেফিন, তাজ ইসলাম এবং সায়্যিদ লুমরান।
#কবিতার_স্ফুলিঙ্গ_স্ফুলিঙ্গের_কবিতা #সংস্কৃতিবাংলা #মজিদ_মাহমুদ #তরুণকবি #কবিতাপাঠ #ধ্রুপদীকবিতা #শিল্পসাহিত্য #অপরিচিতকরণ #গণতান্ত্রিকশাসন #বাংলাদেশকবিতা #কবিতা
Keyword
_________
কবিতার স্ফুলিঙ্গ স্ফুলিঙ্গের কবিতা, তরুণ কবি, সংস্কৃতিবাংলা, কবিতা পাঠ,কবি মজিদ মাহমুদ, ফয়েজ আলম, ফয়জুল লতিফ চৌধুরী, ধ্রুপদী কবিতা, শিল্প-সাহিত্য, অপরিচিতকরণ কৌশল, গণতান্ত্রিক শাসন, সংস্কৃতিবাংলা, সংস্কৃতি বাংলা, বাংলা সংস্কৃতি, বাংলার সংস্কৃতি, সংস্কৃতি, বাংলা শিল্প ও সংস্কৃতি, বাঙালি সংস্কৃতি, বাঙালির সংস্কৃতি, বৈচিত্র্যে বহুত্বে বাংলার সংস্কৃতি, বাংলার ইতিহাস, বাংলা ভাগ, বাংলাদেশ, বাংলাদেশি, বাংলা কবিতা, বাংলা একাডেমি, বাংলা সাহিত্য, বাংলাদেশি সাহিত্য, বাংলা সাহিত্যের মঞ্চ, বংলাদেশী, কবিতা আবৃত্তি, বাঙালি ঐতিহ্য, কবিতা, বাংলা কবিতা, কবিতা আবৃত্তি, বাংলা কবিতা আবৃত্তি, মা কবিতা, কবিতা আবৃত্তি ও পাঠ, মজার কবিতা, কবিতা আবৃত্তি ও পাঠের পার্থক্য, ছড়া কবিতা, ছরা কবিতা, কৃপণ কবিতা, রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা, ট্রেন কবিতা, মানুষ কবিতা, প্রেম কবিতা, চমৎকার কবিতা, ছোটদের কবিতা, মায়ের কবিতা, সুন্দর কবিতা, পাঠ, নজরুলের কবিতা, বাংলা কবিতা গান, বিদ্রোহী কবিতা, কবি মজিদ মাহমুদ, মজিদ মাহমুদ, মজিদ মাহমুদ কবিতা আবৃত্তি, কবি মজিদ মাহমুদের বক্তব্য, সাহিত্যিক মজিদ মাহমুদ, মজিদ মাহমুদের কবিতা, মজিদ মাহমুদের উপন্যাস, মজিদ মাহমুদের সাহিত্য, শিকার কবি মজিদ মাহমুদ, মজিদ মাহমুদের বোধ, মাহমুদ, মজিদ, বিদ্রোহী কবি, কবিতা আবৃত্তি, mozid mahmud (মজিদ মাহমুদ), বিদ্রোহী কবিতা, শিল্প-সাহিত্য, দেশে শিল্প-সাহিত্য চর্চা, শিল্প-সাহিত্য নিয়ে আলোচনা, শিল্প-সাহিত্য-সংস্কৃতি, সাহিত্য, শিশুসাহিত্য, সাহিত্যিক, ভাষা ও শিল্প সাহাত্য, কথাসাহিত্যিক, বাঙালির শিল্প সাহিত্য ও সংস্কৃতি, শিল্প সাহিত্য ও সাংস্কৃতির ইতিহাস, শিল্প, সাহিত্যের ইতিহাস, সাহিত্য কাকে বলে?, বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস, সাহিত্যের রূপ রীতি, প্রখ্যাত সাহিত্যিক, শিল্পকলা,
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: