সৌদি আরবে গৃহকর্মী নির্যাতনের খবরগুলিই শুধু শিরোনাম হয়!!!(2)
Автор: Omar Faruque
Загружено: 2018-11-09
Просмотров: 17583
Описание:
সৌদি আরবে গৃহকর্মী নির্যাতনের খবরগুলিই শুধু শিরোনাম হয়!!!
এর বিপরীতে গৃহকর্মীর প্রতি মানবিকতা ও ভালোবাসার অসংখ্য দৃষ্টান্তও রয়েছে। সৌদিতে এমন অসংখ্য পরিবার আছে যারা নিজেরা যা খায়, কাজের মানুষকে তাই খাওয়ায়। নিজেরা যা পরে, কাজের মানুষকেও তাই পরায়। আসলে ভালো-মন্দ সব জায়গাতেই আছে। আর মন্দ দিয়ে ভালো ঢেকে রাখা যায় না। তাই ভালো বিষয়গুলিও তুলে ধরা দরকার।
৩০ বছর পর দেশে চলে যাচ্ছে সৌদি আরবের এক গৃহকর্মী। এয়ারপোর্টে তাকে ঘিরে তৈরি হয়েছে আবেগঘন মুহুর্ত।
গৃহকর্মীকে দেখতে সৌদি আরবের ছেলেরা শ্রীলঙ্কায়।
গৃহকর্মীকে দেখতে সৌদি আরবের ছেলেরা ভারতে।
সৌদি আরব ফেরত লেবাননের একজন গৃহকর্মীর গল্প। তিনি বলেন, সৌদিআরব আসার আগে কখনো নামাজ পড়তেন না, রোজা রাখতেন না, ছোট ছোট জামা পরতেন , সিগারেট টানতেন। সৌদি আরব আসার পর জীবনের প্রথম আজান শুনেছেন। কথাগুলি বলতে গিয়ে তিনি কেঁদে ফেলেন।
Повторяем попытку...

Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: