টবে চালকুমড়া চাষ পদ্ধতি, কুমড়া বীজ বপন থেকে কুমড়া ধরা পর্যন্ত how to Grow Wex gourd in pot bangla
Автор: ছাদ কৃষি
Загружено: 2021-08-28
Просмотров: 32435
Описание:
টবে চালকুমড়া চাষ পদ্ধতি এর সবচাইতে জটিল অংশ হচ্ছে চালকুমড়া গাছ লাগানোর জন্য টবের সাইজ নির্ধারণ করা। যেহেতু চালকুমড়া একটি লতানো প্রজাতির গাছ এবং বড় সাইজের গাছ সেহেতু চালকুমড়া গাছের টবের সাইজটাও বড় প্রয়োজন। চাল কুমড়া চাষের জন্য টবের সাইজ ধরা হয় এমন একটি টব যেটাতে সর্বনিম্ন 20 কেজি মাটি ধরে। টবে চাল কুমড়া গাছ রোপণের জন্য প্রথমেই চাল কুমড়া গাছের চারা বীজ থেকে তৈরি করে নিতে হবে। শসার চারা তৈরি করতে এখানে পেপার টাওয়েল মেথড ব্যবহার করা হয়েছে । এই পদ্ধতিতে দুই থেকে সাত দিনের মধ্যে আপনি শসার চারা তৈরি করতে পারবেন। এছাড়া এখানে আরো আলোচনা করা হয়েছে টবে চাল কুমড়া চাষের জন্য মাটি তৈরি টবে চাল কুমড়া গাছের যত্ন ও পরিচর্যা কিভাবে করতে হয় টবে চাল কুমড়া চাষের জন্য সূর্যের আলোর প্রয়োজনীয়তা টবে শসা গাছে কতটুকু পানি দিতে হয় টবে চালকুমড়া গাছে সার প্রয়োগের নিয়ম গাছের চারা রোপন পদ্ধতি চালকুমড়া গাছে ফুল ধরলে করণীয় চালকুমড়া গাছে ফল ধরলে করণীয় চালকুমড়া গাছের রোগবালাই চিকিৎসা যত্ন ও পরিচর্যা
এই ভিডিওতে আপনি দেখবেন কিভাবে টবের মধ্যে চাল কুমড়ার চাষ করতে হয়। এখানে আমি আপনাদের একটা চাল কুমড়া গাছের বীজ থেকে চারা তৈরি থেকে শুরু করে গাছে ফুল ও ফল আসা পর্যন্ত প্রত্যেকটা ধাপ আপনাদের সামনে লাইভ তুলে ধরলাম। ভিডিওতে আপনি যে চাল কুমড়া গাছ কি দেখতে পাচ্ছেন এটির বয়স 25 থেকে 30 দিনের মত। গাছটা মূলত লাগানো হয়েছে একটা সিমেন্টের বস্তার মধ্যে। এরকম একটা সিমেন্টের বস্তাতে বা চালের বস্তা তে আপনিও চাইলে শসার গাছ লাগাতে পারেন আপনার বাসার ছাদে। এজন্য আপনাকে এরকম বস্তার অর্ধেক পরিমাণ মাটি বোঝাই করে নিতে হবে। আর মাটি বোঝাই করার সময় যত বেশি পরিমাণে সম্ভব গোবড় অথবা জৈব সার মিশিয়ে দিতে হবে। আপনার কাছে যদি কমপোস্ট না থাকে তবে আপনি আপনার বাসার ফেলে দেয়া ময়লা-আবর্জনা গুলোকে পচিয়ে সেগুলো দিয়ে দিতে পারেন এগুলো গাছের জন্য খুবই উপকারী। এখন আমি আপনাদের সরাসরি একমাস পেছনে নিয়ে যাব এবং প্রথম দিন থেকে দেখাবো এই গাছটা একটা বীজ থেকে কিভাবে এত বড় একটা গাছে পরিণত হলো এবং কিভাবে এর মধ্যে ধীরে ধীরে ফুল ও ফল ধরা শুরু হয়।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: