কামরাঙ্গা ফলের উপকারিতা ও ১২টি ঔষধী গুনাগুন।
Автор: Health BD BS
Загружено: 2017-11-16
Просмотров: 7886
Описание:
Wellcome to health bd bs
কামরাঙ্গা ফলের উপকারিতা ও ১২টি ঔষধী গুনাগুন।
কামরাঙ্গাকে আপনি অতি গুরুত্বপূর্ণ একটি ভেষজ ফল হিসাবে অনায়াসে বিবেচনা করতে পারেন। বাড়ির আনাচে-কানাচে আপনি সহজেই এ ফল চাষ করতে পারেন। বাজারে এর দামও তুলনামূলক সস্তা। ঔষধীগুণ সমৃদ্ধ এ ফল যেমন পূরণ করে শরীরের পুষ্টি তেমনি প্রতিরোধ করে নানান রোগ। আমাদের দেশে সাধারণত টক ও মিষ্টি স্বাদযুক্ত দু’ধরনের কামরাঙ্গা পাওয়া যায়। এতে অল্প পরিমাণে ভিটামিন-এ থাকলেও অন্যান্য পুষ্টি উপাদান উল্লেখযোগ্য পরিমাণে থাকে। এতে ভিটামিন সি-এর পরিমাণ আম, আনারস ও আঙ্গুরের চেয়ে বেশি। কামরাঙ্গায় আয়রনের পরিমাণ পাকা কাঁঠাল, পাকা পেঁপে, লিচু, কমলালেবু ও ডাবের পানির থেকেও বেশি। আবার কামরাঙ্গা দিয়ে জ্যাম, জেলি, চাটনি ইত্যাদি তৈরি করা যায়।
কামরাঙ্গার উপকারিতা:
১) কামরাঙ্গায় এলজিক এসিড থাকে যা খাদ্যনালির (অন্ত্রের) ক্যান্সার প্রতিরোধ করে।
২) এর পাতা ও কচি ফলের রসে রয়েছে ট্যানিন, যা রক্ত জমাট বাঁধতে সাহায্য করে।
৩) ফল ও পাতা গরম পানিতে সিদ্ধ করে পান করলে বমি বন্ধ হয়।
৪) কামরাঙ্গা ত্বক মসৃণ করে।
৫) এর পাতা ও ডগার গুঁড়া খেলে জলবসন্ত ও বক্রকৃমি নিরাময় হয়।
৬) কামরাঙ্গা পুড়িয়ে ভর্তা করে খেলে ঠান্ডাজনিত (সর্দিকাশি) সমস্যা সহজেই ভালো হয়ে যায়।
৭) এর মূল বিষনাশক হিসেবে ব্যবহৃত হয়।
৮) কামরাঙ্গা ভর্তা রুচি ও হজমশক্তি বাড়ায়।
৯) পেটের ব্যথায় কামরাঙ্গা খেলে উপকার পাওয়া যায়।
১০) শুকানো কামরাঙ্গা জ্বরের জন্য খুবই উপকারী।
১১) ২ গ্রাম পরিমাণ শুকনো কামরাঙ্গার গুঁড়া পানির সঙ্গে রোজ একবার করে খেলে অর্শ রোগে উপকার পাওয়া যায়।
১২) কামরাঙ্গা শীতল ও টক। তাই ঘাম, কফ ও বাতনাশক হিসেবে কাজ করে।
কামরাঙ্গা নিরাময় করে যে সব অসুখ,
কামরাঙ্গার আচার,
কামরাঙ্গা চাষ,
কামরাঙার অপকারিতা,
কামরাঙ্গার নানা উপকারিতা,
নানা গুনে ভরা কামরাঙ্গা,
পুষ্টিগুণে ভরা কামরাঙ্গা,
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: