ঝিঙে এবং টমেটো'র সমন্বিত চাষ। জেএন্ডএ এগ্রো।।
Автор: J&A AGRO
Загружено: 2025-10-17
Просмотров: 48
Описание:
ঝিঙে ও টমেটো'র সমন্বিত চাষ পদ্ধতি।।
ঝিঙে (Ridge gourd) ও টমেটো'র সমন্বিত চাষ (Intercropping) একটি বেশ লাভজনক ও কার্যকর পদ্ধতি-
🌿 ১. জমি ও মাটি প্রস্তুতি:
মাটি: দোআঁশ বা বেলে দোআঁশ মাটি সবচেয়ে উপযুক্ত।
pH: ৬.০–৭.০ এর মধ্যে থাকা ভালো।
জমি প্রস্তুতি: ভালোভাবে চাষ দিয়ে ২–৩ বার মই চালিয়ে সমান করতে হবে।
প্রতি একরে ১০–১২ টন পচা গোবর সার মাটিতে মিশিয়ে নিতে হবে।
🍅 ২. জাত নির্বাচন:
ফসল ভালো জাত:
ঝিঙে: অরকা, সোনালী, পল্লবী, স্থানীয় লতা জাত
টমেটো: রতন, মঙ্গলরাজা, বাহুবলী, রেড জুয়েল, বারি-৮।
🌱 ৩. বপন ও রোপণ সময়:
ফেব্রুয়ারি–মার্চ ও অক্টোবর–নভেম্বর হলো সবচেয়ে ভালো সময়।
টমেটো চারা আগে প্রস্তুত করে নেওয়া ভালো, তারপর ঝিঙে বীজ বপন করা যায়।
🌾 ৪. রোপণ পদ্ধতি ও দূরত্ব:
প্রতি ৪ ফুট × ৩ ফুট দূরত্বে ঝিঙের গাছ লাগানো যায়।
মাঝের সারিতে টমেটো লাগানো হয় — ২ ফুট × ২ ফুট দূরত্বে।
এতে আলো, বায়ু চলাচল ও জায়গার সঠিক ব্যবহার হয়।
💧 ৫. সেচ ও আগাছা দমন:
মাটিতে আর্দ্রতা বজায় রাখতে হবে।
টমেটোতে সপ্তাহে ১–২ বার সেচ এবং ঝিঙেতে প্রয়োজনমতো দিতে হবে।
আগাছা ১৫–২০ দিন পরপর পরিষ্কার করা দরকার।
🌸 ৬. সার ব্যবস্থাপনা (প্রতি একর):
সার পরিমাণ প্রয়োগ সময়
ইউরিয়া ৮০ কেজি ৩ ভাগে ভাগ করে প্রয়োগ
টিএসপি ৭০ কেজি জমি তৈরির সময়
এমওপি ৫০ কেজি দুই ধাপে
গোবর সার ১০–১২ টন জমি তৈরির সময়।
🐛 ৭. রোগ ও পোকা নিয়ন্ত্রণ:
টমেটো:
পাতা ঝলসানো রোগ হলে ম্যানকোজেব বা রিডোমিল গোল্ড স্প্রে করতে হবে।
ফল ছিদ্রকারী পোকার জন্য স্পিনোসাড বা সাইপারমেথ্রিন ব্যবহার করা যায়।
ঝিঙে:
ফল ছিদ্রকারী পোকার জন্য নিমপাতা নির্যাস (৫%) বা ট্রাইজোফস ৪০ EC ব্যবহার করা যায়।
গাছের গোড়ায় পচন হলে ম্যানকোজেব ব্যবহার করা ভালো।
🧺 ৮. ফল সংগ্রহ:
টমেটো সাধারণত ৬০–৭০ দিন পর থেকে সংগ্রহযোগ্য হয়।
ঝিঙে ৭০–৮০ দিন পর থেকে ফল দিতে শুরু করে।
দুই ফসলের মধ্যে সময়ের পার্থক্য থাকায় জমি বেশিদিন ব্যবহার করা যায়।
💰 ৯. লাভের দিক:
একসাথে দুই ফসল পাওয়ায় জমির উৎপাদন বৃদ্ধি পায়।
ঝিঙে লতায় ওঠে, আর টমেটো নিচে থাকে — তাই জায়গার সর্বোচ্চ ব্যবহার হয়।
কীটনাশক ও সারের খরচও তুলনামূলকভাবে কমে।
ফেসবুক পেজ লিংক:
/ 1ag2cmvf76
ইউটিউব চ্যানেল লিংক:
/ @jandaagro
হোয়াটসঅ্যাপ লিংক:
https://whatsapp.com/channel/0029Vb5C...
X (টুইটার) লিংক:
https://x.com/mjewelislam86?s=09
ইন্সটাগ্রাম লিংক:
/ jewel.islam.585
হিকমাহ পেজ লিংক:
https://hikmah.net/@jandaagro
থ্রেটস্ লিংক:
https://www.threads.com/@jewel.islam.585
ধন্যবাদান্ত-
মোঃ জুয়েল ইসলাম
প্রতিষ্ঠাতা ও পরিচালক
J&A AGRO/ জেএন্ডএ এগ্রো
আরাজী পলাশবাড়ী, কুড়িগ্রাম।
মোবাইল: ০১৭১২-৭৪৪৬৫৬
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: