Ajker Bangla Khobor 5 Dec 2025 | Bangladesh Letest News | Somoy Sangbad News | Bangla News |somoytv
Автор: Ajker Somay
Загружено: 2025-12-04
Просмотров: 218
Описание:
#ajkerkhobor #news #banglanews #ajkersomay
আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের দিন একইসঙ্গে অনুষ্ঠিত হবে গণভোট। চারটি প্রস্তাবের ওপর একটি প্রশ্নে 'হ্যাঁ' অথবা 'না' ভোট দিতে হবে ভোটারদের।
আজ বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে এ কথা জানান।
প্রধান উপদেষ্টা বলেন, 'ঐকমত্য কমিশনের প্রণীত জুলাই সনদে সংবিধান বিষয়ক ৩০টি গুরুত্বপূর্ণ সংস্কার প্রস্তাবে রাজনৈতিক দলগুলির মধ্যে ঐকমত্য তৈরি হয়েছে। এটি একটি ঐতিহাসিক অর্জন। কিছু প্রস্তাবে সামান্য ভিন্নমত আছে। বাকি অল্প কিছু প্রস্তাবে আপাতদৃষ্টে মনে হয় অনেক দূরত্ব আছে, যা গণতান্ত্রিক প্রক্রিয়ায় অস্বাভাবিক কিছু নয়।'
'তবে খতিয়ে দেখলে দেখা যায় যে, এসব প্রস্তাবগুলোর ক্ষেত্রেও আসলে মতভিন্নতা খুব গভীর নয়। কেউ সংস্কারটা সংবিধানে করতে চেয়েছেন, কেউ আইনের মাধ্যমে করতে চেয়েছেন। কিন্তু সংস্কারের প্রয়োজনীতা, নীতি ও লক্ষ্য নিয়ে কারো মধ্যে মতভেদ নেই,' বলেন তিনি।
প্রধান উপদেষ্টা বলেন, 'রাজনৈতিক দলগুলোর প্রকাশ্য বক্তব্য যতখানি পরস্পরবিরোধী অবস্থান আছে বলে মনে হয়, জুলাই সনদ সঠিকভাবে বিশ্লেষণ করলে ততখানি মত পার্থক্য দেখা যায় না। এটি আমাদের অনন্য অর্জন। এতে জাতি এগিয়ে যেতে সাহসী হবে।'
তিনি জানান, এসব বিবেচনায় রেখে এবং রাজনৈতিক দলগুলোর সই করা জুলাই সনদকে মূল দলিল হিসেবে ধরে নিয়ে অন্তর্বর্তী সরকার আজ বৃহস্পতিবার উপদেষ্টামণ্ডলীর সভায় জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫ অনুমোদন করেছে।
প্রয়োজনীয় স্বাক্ষর শেষে এটি ইতোমধ্যে গেজেট নোটিফিকেশন করার পর্যায়ে পৌঁছে গেছে বলে জানান ড. ইউনূস।
তিনি বলেন, 'জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে এই আদেশে আমরা গুরুত্বপূর্ণ কিছু বিধান গ্রহণ করেছি। এর মধ্যে রয়েছে সনদের সংবিধান বিষয়ক সংস্কার প্রস্তাবণার ওপর গণভোট অনুষ্ঠান এবং পরবর্তী সময়ে সংবিধান সংস্কার পরিষদ গঠনের সিদ্ধান্ত।'
'আমরা সকল বিষয় বিবেচনা করে সিদ্ধান্ত নিয়েছি যে, আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোটের আয়োজন করা হবে। অর্থাৎ জাতীয় নির্বাচনের মতো গণভোটও ফেব্রুয়ারির প্রথমার্থে একইদিনে অনুষ্ঠিত হবে। এতে সংস্কারের লক্ষ্য কোনোভাবে বাধাগ্রস্ত হবে না। নির্বাচন আরও উৎসবমুখর ও সাশ্রয়ী হবে। গণভোট অনুষ্ঠানের লক্ষ্যে উপযুক্ত সময়ে প্রয়োজনীয় আইন প্রণয়ন করা হবে,' বলেন তিনি।
জুলাই সনদের আলোকে গণভোটের ব্যালটে উপস্থাপন করা প্রশ্নও নির্ধারণ করেছে অন্তর্বর্তী সরকার।
টিউলিপ সিদ্দিক এর স্বামী কে, টিউলিপ সিদ্দিক, টিউলিপ সিদ্দিকের বিয়ে, টিউলিপ সিদ্দিক কে, টিউলিপ সিদ্দিক খবর টিউলিপ সিদ্দিক কে? টিউলিপের বিরুদ্ধে তদন্ত, টিউলিপ সিদ্দিকের বোন, বিধ্বস্ত টিউলিপ সিদ্দিক, টিউলিপ সিদ্দিক লন্ডন টিউলিপ সিদ্দিকের স্বামী টিউলিপ সিদ্দিক ভাইরাল, টিউলিপ সিদ্দিক বক্তব্য, টিউলিপ সিদ্দিক মন্ত্রী, টিউলিপ সিদ্দিকের স্বামী কি করেন, টিউলিপ সিদ্দিক দুর্নীতি, যুক্তরাজ্যের মন্ত্রী টিউলিপ সিদ্দিক টিউলিপ সিদ্দিক ও শেখ হাসিনা টিউলিপ সিদ্দিকের ফ্ল্যাট
#banglanews
#eduction
#newsbangla
#newsbd
#bdnews
#rbangla
#aajtak
#atnnews
#trending
#updatenewsbd
#khaledazia
#khobor
#নির্বাচনের_খবর
#আজকের_খবর
#সংবাদ
#বাংলাদেশ
#বাংলাখবর
#ভাইরাল_ভিডিও
#সময়নিউজ
#যমুনা_টিভি
#ভাইরাল
#প্রবাসী
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: