আমারে থইয়া যাইনারে বেইমান খোদার কছম..............
Автор: M.D. Shabbir Ahmed onik @
Загружено: 2025-10-18
Просмотров: 995
Описание:
তোর ডাইরির পাতা জুড়ে কার নামে কবডায়রির ভাজে ঐ যে দেখি কার ছবিটা
দিনের শেষে তুইও দেখি খুব হাসিতেই মাতিস
যে তোর ওই হাসির কারণ তার খবর কি রাখিস
তোর ডাইরির পাতা জুড়ে কার নামে কবিতা
ডায়রির ভাজে ঐ যে দেখি কার ছবিটা
দিনের শেষে তুইও দেখি খুব হাসিতেই মাতিস
যে তোর ওই হাসির কারণ তার খবর কি রাখিস
যেই খাঁচাতে থাইকা শিখলি প্রেমের মানেটা
সেই খাঁচাটা ছাইরা যাইতেও কষ্ট পাইলি না
যেই ছেলেটার হাসির মাঝে কষ্ট লুকাইতি
সেই ছেলেটা একলা কাঁদে ফিরাও দেখলি না
উইড়া গেলি ভুইলা গেলি ফিরা আইলি না
তোর মুখটা মায়ায় ভরা ভুলতে পারিনা
ভুলতে পারিনা রে বেইমান বলতে পারিনা
তোর মুখটা মায়ায় ভরা ভুলতে পারিনা
হুম কার শহরের মায়ায় পরে ভুললি আমারে
সেকি তোরে আমার চেয়েও বেশি হাসায় রে
কার মুখটা আমার চেয়েও বেশি মায়ায় বাঁধে
তুই কাঁদলে সেই মুখটা কি তোর সাথে কাঁদে
যে আকাশে আমার সাথে তারা তুই গুনতি
সেই আকাশে মেঘ জমাইতে ও একবার না ভাবলি
যে শহরে থাইকা করলি প্রেমের সাধনা
সেই শহরের ধূলো জমে ফিরাও দেখলি না
উইড়া গেলি ভুইলা গেলি ফিরা আইলি না
তোর মুখটা মায়ায় ভরা ভুলতে পারিনা
ভুলতে পারিনা রে বেইমান ভুলতে পারিনা
তোর মুখটা মায়ায় ভরা ভুলতে পারিন
আমি না হয় ইস্পষ্ট ভাবে নষ্ট হয়েছি
তুইতো খুব ভালো মেয়ে দিলি কেন ফাঁকি
কই হারালি কার অভিনয়ের ছলে
তিন সত্যির পরেও আমি মিথ্যা ছিলাম রে
ডায়রির পাতায় জমছে ধুলো জমতে থাকুক না
আমার দেয়া গোলাপ টা নষ্ট করিস না
অতিত হলাম নতুন এল তোর বারান্দায়
তোর মতো তো নয় রে আমি কষ্ট জমে তাই
উইড়া গেলি ভুইলা গেলি ফিরা আইলি না
তোর মুখটা মায়ায় ভরা ভুলতে পারিনা
ভুলতে পারিনা রে বেইমান ভুলতে পারিনা
তোর মুখটা মায়ায় ভরা ভুলতে পারিনা....
গান শেষে LIKE দিতে ভুলবেন না
[]ধন্যবাদ[]
Share
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: