Logic gate to function|| লজিক গেইট হতে ফাংশন নির্ণয়। Digital Device
Автор: EICT
Загружено: 2022-03-08
Просмотров: 1415
Описание:
ডিজিটাল ডিভাইস। এনালগ হতে যেভাবে ডিজিটালের যাত্রা ।HSC ICT Digital Device|মৌলিক গেইট
মৌলিক লজিক গেইট (Basic Logic Gate): যেসকল গেইট দ্বারা বুলিয়ান অ্যালজেবরার মৌলিক অপারেশনগুলো বাস্তবায়ন করা যায় তাদেরকে মৌলিক লজিক গেইট বলা হয়। মৌলিক লজিক গেইটের সাহায্যে সকল যৌগিক গেইট ও যেকোন সার্কিট তৈরি করা যায়।
মৌলিক লজিক গেইট (Basic Logic Gate): যেসকল গেইট দ্বারা বুলিয়ান অ্যালজেবরার মৌলিক অপারেশনগুলো বাস্তবায়ন করা যায় তাদেরকে মৌলিক লজিক গেইট বলা হয়। মৌলিক লজিক গেইটের সাহায্যে সকল যৌগিক গেইট ও যেকোন সার্কিট তৈরি করা যায়।
ডিজিটাল ইলেক্ট্রনিক্সে মৌলিক লজিক গেইট তিনটি,
AND Gate / এন্ড গেইট
OR Gate / অর গেইট
NOT Gate / নট গেইট
নিচে বিভিন্ন গেইটের চিত্র দেয়া আছে যেখানে Symbol এবং Truth Table আছে. গেইটের ইনপুট হলো A, B এবং আউটপুট Q. Truth Table এর দেয়ার ফলে ইনপুট এবং আউটপুটের অবস্থা লজিক্যালি হিসাব করা যাবে।
লজিক গেইট, মৌলিক লজিক গেইট (AND, OR, NOT ) নিয়ে আলোচনা। Discussion on Logic Gate, Basic Logic Gate (AND, OR, NOT).
AND Gate / এন্ড গেইট
AND গেইট হচ্ছে যৌক্তিক গুণের গেইট। অর্থাৎ বুলিয়ান অ্যালজেবরায় যৌক্তিক গুণের কাজ সম্পাদনের জন্য যে গেইট ব্যবহার করা হয়, তাকে AND গেইট বলা হয়। AND গেইটের ক্ষেত্রে দুই বা ততোধিক ইনপুট লাইন থাকে এবং একটি মাত্র আউটপুট লাইন থাকে। যেহেতু AND গেইট যৌক্তিক গুণের গেইট তাই এটি যৌক্তিক গুণের নিয়ম মেনে চলে। অর্থাৎ এই গেইটের ক্ষেত্রে যেকোনো একটি ইনপুটের মান ০ হলে আউটপুট ০ হয়, অন্যথায় ১ হয়।
ধরি, দুইটা ইনপুট A ও B . যদি ইনপুট 1 হয় তবে আউটপুট 1 হবে, তাহলে, A = 0, B = 1 অথবা A = 1 , B = 0 তাহলে এদের আউটপুট 0 হবে। কিন্তু A = 1, B = 1 হলে আউটপুট 1 হবে। কারণ এখানে সকল ইনপুট এর মান 1 . সত্যক সারণির মাধ্যমে চিত্রে দেখানো হয়েছে বাকিটা।
OR Gate / অর গেইট
OR গেইট হচ্ছে যৌক্তিক যোগের গেইট। অর্থাৎ বুলিয়ান অ্যালজেবরায় যৌক্তিক যোগের কাজ সম্পাদনের জন্য যে গেইট ব্যবহার করা হয়, তাকে OR গেইট বলা হয়। OR গেইটে দুই বা ততোধিক ইনপুট লাইন থাকে এবং একটিমাত্র আউটপুট লাইন থাকে। যেহেতু OR গেইট যৌক্তিক যোগের গেইট তাই এটি যৌক্তিক যোগের নিয়ম মেনে চলে। অর্থাৎ এই গেইটের ক্ষেত্রে যেকোনো একটি ইনপুটের মান ১ হলে আউটপুট ১ হয়, অন্যথায় ০ হয়।
NOT Gate / নট গেইট
NOT গেইট হচ্ছে যৌক্তিক পূরকের গেইট। একে ইনভার্টার ও বলা হয়। অর্থাৎ বুলিয়ান অ্যালজেবরায় যৌক্তিক পূরকের কাজ সম্পাদনের জন্য যে গেইট ব্যবহার করা হয়, তাকে NOT গেইট বলা হয়। এই গেইটে একটি মাত্র ইনপুট লাইন এবং একটি মাত্র আউটপুট লাইন থাকে। যেহেতু NOT গেইট যৌক্তিক পূরকের গেইট তাই এটি যৌক্তিক পূরকের নিয়ম মেনে চলে। এই গেইটের ক্ষেত্রে আউটপুট হয় ইনপুটের বিপরীত। অর্থাৎ ইনপুট সংকেত ১ হলে আউটপুট সংকেত ০ হয় অথবা ইনপুট সংকেত ০ হলে আউটপুট সংকেত ১ হয়।
যৌগিক গেইট: মৌলিক গেইটের সমন্বয়ে গঠিত লজিক গেইটকে যৌগিক গেইট বলে।
যৌগিক গেইট চার প্রকার। যথা-
১. ন্যান্ড গেইট (NAND Gate) : NAND গেট হচ্ছে AND গেট ও NOT গেটের সমন্বিত রূপ। AND গেট থেকে নির্গত সংকেতটি NOT গেটের মধ্যদিয়ে প্রেরণ করলে NAND গেটের কাজ হয়। অর্থাৎ AND গেটের সাথে NOT গেট যুক্ত করে NAND গেট তৈরি করা হয়। AND গেট যে কাজ করে এই গেট তার বিপরীত কাজ করে।
২.নর গেইট (NOR Gate) : NOR গেট প্রকৃতপক্ষে OR গেট ও NOT গেটের সমবায়। OR গেটের আউটপুটকে NOT গেটের মধ্য দিয়ে প্রেরণ করলে NOR গেট তৈরি হয়। OR গেট যে কাজ করে এই গেট তার বিপরীত কাজ করে। অর্থাৎ দুইটি ইনপুট যখন ০ হবে তখনই আউটপুট 1 হবে। আবার যদি কোন ইনপুট 1 হয় তবে আউটপুট অবশ্যই 0 হবে।।
৩. এক্স-অর গেইট (X-OR Gate): অর, এন্ড কিংবা নট গেইট দিয়ে এ গেইট তৈরি করা যায়।
৪. এক্স-নর গেইট (X- NOR Gate): এক্স-অর গেইটের সাথে NOT গেইট মিলিয়ে তৈরি হয়।
সার্বজনীন লজিক গেইট : যে গেইটের মাধ্যমে মৌলিক গেইটসহ অন্যান্য সকল প্রকার গেইট এর ফাংশন বাস্তবায়ন করা যায়, সেই গেইটকে সার্বজনীন গেইট বলা হয়। মৌলিক গেইট দ্বারা যেরূপ অন্যান্য সকল প্রকার গেইট তৈরি বা বাস্তবায়ন করা যায়, সেইভাবে NAND ও NOR Gate দিয়েও মৌলিক গেইট তিনটির ফাংশন বাস্তবায়ন সম্ভব। তাই NAND ও NOR Gate দুটিকে Universal Gate বা সার্বজনীন লজিক গেইট বলা হয়।
#Gate_to_Function
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: