ধানের খোলা পোড়া রোগ দমন করবেন যেভাবে।
Автор: sabbir's gallery
Загружено: 2025-09-18
Просмотров: 11
Описание:
✅🌾 ধানের খোল পোড়া রোগ (Sheath Blight of Rice)
🌱 #খোলপোড়া_রোগ_পরিচিতি
🔹 সব মৌসুমে হলেও আউশ ও আমন মৌসুমে বেশি হয়।
🔹 মাটি ও খড়কুটোতে ছত্রাক বেঁচে থাকে।
🔹 বেশি তাপমাত্রা, আর্দ্রতা, অতিরিক্ত ইউরিয়া, ঘন ঘন বৃষ্টিপাত ও জমিতে পানি জমে থাকলে রোগের প্রকোপ বাড়ে।
🍂 #লক্ষণ
✅ কুঁশি স্তরের পাতার খোলে পানি ভেজা ধূসর দাগ হয়।
✅ দাগ উপরের দিকে ছড়িয়ে পড়ে।
✅ আক্রান্ত খোল গোখরো সাপের চামড়ার মতো দেখায়।
🛠️ #প্রতিকার
1️⃣ সুষম সার ব্যবহার করতে হবে।
2️⃣ ভেজা অবস্থায় ইউরিয়া সার উপরি প্রয়োগ বন্ধ রাখতে হবে।
3️⃣ জমির অতিরিক্ত পানি বের করে দিতে হবে।
4️⃣ ধান কাটার পর খড়কুটো ও নাড়া পুড়িয়ে ফেলতে হবে।
5️⃣ আক্রমণ হলে বিঘাপ্রতি ৫ কেজি এমওপি সার প্রয়োগ করতে হবে।
6️⃣ সঠিক দূরত্বে ও সঠিক বয়সে চারা রোপণ করতে হবে।
💊 #ছত্রাকনাশক_ব্যবহার (১০-১৫ দিন অন্তর স্প্রে করুন)
✔️ ট্রাইসাইক্লাজোল (ট্রুপার ৭৫ ডব্লিউপি) – ০.৭৫ গ্রাম/লিটার
✔️ ট্রাইসাইক্লাজোল+প্রোপিকোনাজল (ফিলিয়া ৫২৫ এসই) – ২ মি.লি./লিটার
✔️ থায়োফেনেট মিথাইল (টপসিন এম ৭০ ডব্লিউপি) – ২ গ্রাম/লিটার
✔️ টেবুকোনাজল+ট্রাইফ্লক্সিস্ট্রবিন (নাটিভো) – ০.৫ গ্রাম/লিটার
✔️ এজোক্সিস্ট্রবিন+ডাইফেনোকোনাজল (এমিস্টার টপ/এক্সোবিন/ডায়জাস্টার) – ১ মি.লি./লিটার
✔️ হেক্সকোনাজল ৫ ইসি (পিলার্ট/কনটাফ/ফলিকুর/হেকোনাজল) – ১ মি.লি./লিটার
Ahmed sabbir আহমেদ সাব্বির
উপসহকারী কৃষি অফিসার
কালাই, জয়পুরহাট।
✨ সঠিক সার ব্যবস্থাপনা + জমির যত্ন + সময়মতো ছত্রাকনাশক = খোল পোড়া রোগ দমন সম্ভব 🌾
#ধান #খোলপোড়া_রোগ #SheathBlight #Rice #কৃষি_পরামর্শ #AgriCare #trend #foryou #follow
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: