kufic calligraphy painting outdoor camp 2022 কুফি ক্যালিগ্রাফি পেইন্টিং আউটডোর ক্যাম্প ২০২২
Автор: Sikandar Mehedi
Загружено: 2022-07-06
Просмотров: 122
Описание:
#2nd_calligraphy_painting_outdoor_camp_2022
বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত মেরিটাইম মিউজিয়াম চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে আরবি কুফি ক্যালিগ্রাফি পেইন্টিং আউটডোর পেইন্টিং ক্যাম্প ২০২২। গত ১লা জুলাই শুক্রবার দিনব্যাপী এ আয়োজন সফলভাবে সম্পন্ন হয়েছে।
সকাল ১০ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত চলা এ ক্যালিগ্রাফি আউটডোর পেইন্টিং ক্যাম্পে অংশ নিয়েছেন ২১ জন শিল্পী।
বিকাল ৫ টায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীকে সনদপত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানের শেষ মুহূর্তে শিল্পীদের আঁকা ক্যালিগ্রাফি পেইন্টিংগুলো মিউজিয়ামে আগত দর্শনার্থীদের প্রদর্শনীর জন্য উন্মোক্ত করে দেয়া হয়। সাধারণ দর্শকমহলে পেইন্টিংগুলো দেখতে উপচে পরা আকর্ষণ ও আগ্রহ পরিলক্ষিত হয়। এইরকম প্রোগ্রাম যেন সামনে আরও করা হয় আয়োজকদের অনুরোধ করেছেন আগত বেশ কয়েকজন দর্শক। শিল্পীদের প্রতিটি তুলির আচড় যেন দর্শকদের মনে স্থান করে নিয়েছে। উল্লেখ্য যে, এটি দেশের প্রথম কুফি ক্যালিগ্রাফি আউটডোর পেইন্টিং ক্যাম্প।
উক্ত আউটডোর ক্যাম্পের আয়োজন করে বাংলাদেশের সুনামধন্য ক্যালিগ্রাফি প্রতিষ্ঠান ‘চারুলিপি–3D’। এতে নেতৃত্ব দেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা পরিচালক প্রখ্যাত ক্যালিগ্রাফার ও শিল্পী মোহাম্মদ সিকান্দার মেহেদী।
প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা পরিচালক শিল্পী মোহাম্মদ সিকান্দার মেহেদী স্যার Mohammad Sikandar Mehedi sir শিল্পীদের উদ্দেশ্যে বলেন "শিল্পীদের যেই কোনো পরিবেশের সাথে খাপ খাইয়ে প্রকৃৃতি থেকে রঙের টেকচার নিতে হবে!এই ছাড়াও তিনি দিনব্যাপী শিল্পীদের বিভিন্ন রকমের পরামর্শ, উৎসাহ- উদ্দীপনা এবং নানান রকমের কৌশল শিখিয়ে দেন। "
বর্তমানে চারুলিপি-3D তে বেশ কয়েকটা ক্যালিগ্রাফি কোর্স চালু রয়েছে যথাক্রমে- ১/ বাংলা ক্যালিগ্রাফি বেসিক কোর্স ২/ আরবি কুফি ক্যালিগ্রাফি বেসিক কোর্স ৩/ ক্যালিগ্রাফি পেইন্টিং একাডেমিক কোর্স ৪/ ছোটদের পেইন্টিং একাডেমিক কোর্স ৫/ হাতের সুন্দর লেখা শিখন ইত্যাদি উল্লেখযোগ্য। এছাড়া শীঘ্রই শুরু হতে যাচ্ছে ইংরেজি, আরবি সুলুস ও সুনবুলি ক্যালিগ্রাফি বেসিক কোর্স। বর্তমানে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন মাদ্রাস,স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা খুবই আগ্রহসহকারে ক্যালিগ্রাফি শিখছে সাথে বয়স্করাও শিখছেন। বিশেষকরে চট্টগ্রামে চারুলিপি -3D ই প্রথম কোনো প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠান একাডেমিকভাবে ক্যালিগ্রাফি শেখাচ্ছে। এছাড়া এটি হলো দেশের প্রথম বাংলা ক্যালিগ্রাফি স্কুল।
যোগাযোগ -
মোহাম্মদ সিকান্দার মেহেদী
প্রতিষ্ঠাতা ও পরিচালক
চারুলিপি থ্রি ডি
ক্যালিগ্রাফি ও আর্ট স্কুল।
চট্টেশ্বরি রোড,চকবাজার, চট্টগ্রাম।
ফোন -০১৬৭৫৬৭৮৭২৬.
#ক্যালিগ্রাফি_পেইন্টিং_আউটডোর_ক্যাম্প
#bengalicalligraphy_painting
#sikandar_mehedi
#চারুলিপি_3D
#meritime_museum
#ক্যালিগ্রাফি_পেইন্টিং
#bengalicalligraphy
#kuficalligraphy
Kufic calligraphy painting outdoor camp 2022 কুফি ক্যালিগ্রাফি পেইন্টিং আউটডোর ক্যাম্প ২০২২।
#sikandar_mehedi
#kuficcalligraphy
#arabiccalligraphy
#kufic_calligraphy_painting_outdoor_camp
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: