‘দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া’ গান ও কাওয়ালির অতীত
Автор: Kings News
Загружено: 2022-09-16
Просмотров: 471
Описание: কাওয়ালির অতীত ইতিহাস খুঁজতে গিয়ে অনেকে বলেন, আবু হামিদ আল গাজ্জালী (ইমাম গাজ্জালী) প্রথম কাওয়ালি রচনা করেন। তবে কাওয়ালি রচয়িতা হিসেবে নিশ্চিতভাবে সাদী সিরাজীর (শেখ সাদী) নাম নেয়া যায়। ভারতবর্ষে কাওয়ালির উত্পত্তি মূলত কবি হযরত আমীর খুসরোর হাত ধরে। তিনি ছিলেন দিল্লির বিখ্যাত সাধক হযরত নিজামুদ্দিন আউলিয়ার শিষ্য ও ভক্ত। নিজামুদ্দিন মূলত সুফিবাদের চিশতিয়া তরিকার প্রবর্তক। দিল্লিতে তার দরগাহে ভক্তিমূলক নানা ধরনের গান হতো। সেসব গানের পাশাপাশি পারস্যের ‘সামা’র সঙ্গে খানিকটা মিল রেখে আমীর খুসরো নতুন ধরনের গান রচনা করেন। পারস্যের সামার ক্ষেত্রে যেমন স্রষ্টাকে ভয় না করে তার প্রতি ভক্তি ও প্রেম নিবেদন করা হয়, কাওয়ালিও অনেকটা সেরূপে রচিত। কৌতূহলোদ্দীপক বিষয় হলো আমরা যাকে আজ ‘কাওয়ালি’ বলে জানি তার আনুষ্ঠানিক নাম ‘মেহফিল-এ-সামা’।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: