সেন্ট জোসেফ গির্জায় উৎসাহ ও উদ্দীপনার মাধ্যমে খ্রীষ্টানদের ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হয়েছে।
Автор: SBN বাংলা TV
Загружено: 2023-04-09
Просмотров: 6
Описание:
সারা বিশ্বের সঙ্গে সঙ্গতি রেখে উত্তর পূর্বাঞ্চলের সবথেকে পুরাতন ঐতিহাসিক সেন্ট জোসেফ গির্জায় উৎসাহ ও উদ্দীপনার মাধ্যমে খ্রীষ্টানদের ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হয়েছে। এই ইস্টার সানডে উপলক্ষে আজ রবিবার সকাল আটটার সময় বদরপুরের ঐতিহাসিক সেন্ট জোসেফ গির্জার সহকারি প্রধান পুরোহিত রেভারেন্ড ফাদার পুষ্পরাজের পৌরহিত্তে অনুষ্ঠিত সভায় খৃষ্টযাগ উৎসর্গ এবং প্রার্থনাসভা অনুষ্ঠিত হয়। এই প্রার্থনা সভায় বদরপুরের সেন্ট জোসেফ গির্জার অধীন বদরপুর, পাঁচ গ্রাম, রেলওয়ে কলোনি, আদারকোনা সহ বিভিন্ন খাসিয়া পুঞ্জি থেকে ধর্মপ্রাণ খ্রিস্টান ধর্মাবলম্বীরা প্রার্থনা সভায় যোগদান করেন। এখানে উল্লেখ্য যে অনুরূপভাবে শনিবার রাত্রি সাড়ে দশটার সময় বদরপুর সেন্ট জোসেফ গির্জায় প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়। এই দুই দিনের প্রার্থনা সভায় বাইবেল পাঠ,খ্রষ্টপ্রসাদ বিতরণ, ধর্মীয় সংগীত সহ বিশ্বশান্তির জন্য ত্রাণকর্তা যীশুখ্রীষ্টের নিকট প্রার্থনা জানানো হয়। উল্লেখ্য খ্রীষ্টানদের পবিত্র ধর্মগ্রন্থ বাইবেলের মতে আজ থেকে ২০২২ বছর পূর্বে খৃষ্টধর্মের প্রবর্তক যীশুখ্রীষ্ট ইজরায়েল দেশের জেরুজালেমের কালবাড়িয়া পর্বতে মানবজাতির কল্যাণের জন্য ইহুদিদের দ্ধারা ক্রশবিদ্ধ হয়ে নিজের জীবন উৎসর্গ করেন। এই ক্রশবিদ্ধ হয়ে নিজের জীবন উৎসর্গ করার তৃতীয় দিনে তিনি পুনরায় কবর থেকে মৃতদের মধ্য হইতে পুনরুত্থান করেন আর এই দিনটিকেই খ্রিস্টান ধর্মাবলম্বীরা সমগ্র বিশ্বে পবিত্র ইস্টার সানডে বা পুনরুত্থান দিবস হিসাবে পালন করে থাকেন। এই বিষয়ে সবিস্তার তথ্য তুলে ধরেন বদরপুরের সেন্ট জোসেফ গির্জার সহকারি প্রধান পুরোহিত রেভারেন্ট ফাদার পুষ্পরাজ। বিস্তারিত দেখুন হাইলাকান্দি থেকে পাঠানো আমাদের প্রতিনিধি সিপ্রীয়ান ডায়াসের প্রতিবেদন।
#hailakandi
#silchar
#bbc_bangla_news
#karimganj
#badarpur
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: