Asha Chhilo Mone Mone - আশা ছিল মনে মনে
Автор: BANGLA PRO
Загружено: 2013-09-17
Просмотров: 16229
Описание:
শিল্পীঃ শ্যামা হাই, হাসান আবিদুর রেজা জুয়েল
অ্যালবামঃ ওপারের বালুচরে
সুরকারঃ পাওয়া যায় নি
গীতিকারঃ পল্লী কবি জসীমউদ্দীন
বছরঃ পাওয়া যায় নি
বিভাগঃ আধুনিক
LYRICS:
আশা ছিল মনে মনে
প্রেম করিব তোমার সনে
তোমায় নিয়া ঘর বাঁন্ধিবো
গহীন বালুর চরে
"কালকে সে নাকি আসিবে মোদের ওপারের বালুচরে
এ পারের ঢেউ ওপারে লাগিছে বুঝি তাই মনে করে"
তোমায় নিয়া ঘর বাঁন্ধিবো
গহীন বালুর চরে
"বুকে যে তোমারে রাখিব বন্ধু
বুকেতে শ্মশান জ্বেলে; নয়নে রাখিব
হায়রে অভাগা, ভাসিয়া যাইবে জলে"
ভালোবাসার কি যন্ত্রণা
প্রেমিক ছাড়া কেউ বোঝে না
আমার মনের সেই বাসনা
মনেই কেঁদে মরে
গহীন বালুর চরে
"কত দিন গেল, কত রাত এলো ঋতুর বসন পরি,
আজো বসে আছি এই বালুচরে, দুহাত বাড়ায়ে ডাকি
কাল যে আসিল এই বালুচরে, আর সে আসিবে নাকি"
আশা পূরণ না হয় যদি
চোখের জলে হয় দরদী
আমার দুঃখের সেই সে নদী
বুকেই রাখি ধরে
গহীন বালুর চরে
"তুমি দিয়েছিলে ক্ষুধা
অবহেলে তাই ছাড়িয়া এসেছি জগতের যত সুধা
এ জীবনে মোর এই গৌরব, তোমারে যে পাই নাই
আর কারো কাছে না পাওয়ার ব্যথা সহিতে হয়নি তাই"
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: