১৭শ্রেণীর লোক মুসলমান হয়েও জান্নাতে প্রবেশ করতে পারবে না ।
Автор: SIROTE ISLAM
Загружено: 2023-04-14
Просмотров: 397
Описание:
কথা : আল-হাদিস
স্বর : এইচ এম ফারহাদ
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ
সুপ্রিয় সিরতে ইসলামের দর্শক মন্ডলী আশা করি আল্লাহ রাব্বুল আলামীনের অশেষ মেহেরবানী ও দয়ায় আপনারা সকলেই ভাল আছেন ,
সুপ্রিয় দর্শক আমরা সকলেই জানি, মহান রব্বুল আলামীন জাহান্নামকে সৃষ্টি করেছেন কাফেরদের জন্য, অর্থাৎ যারা মহান রাব্বুল আলামিনের নাফরমানি করে।
এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসুল হিসেবে স্বীকার করো না তাদের জন্য। কিন্তু এরকম অনেক হতভাগা পোড়া কপাল মানুষ আছে, যারা মুসলমান হওয়া সত্ত্বেও তাদের কৃত কর্মের কারণে জান্নাতে যাওয়ার সৌভাগ্য থেকে বঞ্চিত হবে, তারাও জাহান্নামে যাবে অনির্দিষ্ট সময়ের জন্য।
প্রিয় দর্শক রাসূলুল্লাহ সাঃ এর বাণী থেকে সেরকম ১৭ শ্রেণীর লোকের কথা উল্লেখ করতে যাচ্ছি, যারা মুসলিম হওয়া সত্বেও জাহান্নামে যাবে।
__________
১.হারাম খোর।
২.আত্মীয়তারসম্পর্ক ছিন্ন কারী।
৩.প্রতিবেশী কে কষ্ট দান কারী।
৪.পিতা মাতার অবাধ্য সন্তান ।
৫.অশ্লীল ভাষায় গালিগালজ কারী।
৬.অত্যাচারী শাসক ।
৭.অন্যের সম্পদ আত্মস্বাদ কারী।
৮.উপকার করে খোঁটা দান কারী।
৯.চুগলখোর।
১০.স্বীয় পিতা ছাড়া অন্যকে পিতা বলে পরিচয় দেয় ।
১১.অহংকারী ।
১২.আল্লাহর রাসুলের নাফরমান ব্যক্তি।
১৩.অকারণে তালাক চায় এমন মহিলা ।
১৪.দুনিয়া লাভের উদ্দেশ্যে ইলম অর্জন কারী।
১৫.কলপ ব্যবহার কারী।
১৬.রিয়াকারী।
১৭.সন্তানদেরকে সম্পদ থেকে বঞ্চিত কারী।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: