সিরিয়া সফরে মুহাম্মদ ﷺ এর সাথে খ্রিষ্টান পাদ্রী বুহাইরার বিস্ময়কর কাহিনী।
Автор: আল-বালাগ মিডিয়া 24
Загружено: 2023-10-15
Просмотров: 950
Описание:
মহানবী হযরত মুহাম্মদ (সঃ) এর জীবনী আলোচনার এই পর্বে আলোচিত হয়েছে তাঁর চাচা আবু তালিবের সাথে সিরিয়ার যাত্রাকালে খ্রিষ্টান পাদ্রী বাহীরার সাথে রাসূল (সঃ) এর সাক্ষাত প্রসঙ্গে। ইবন ইসহাক এর বর্ণনামতে, নবীজি (সঃ) এর চাচা বানিজ্য উপলক্ষে সিরিয়ার উদ্দেশ্যে রওনা হন। এই সময় রসূল (সঃ) এসে তাকে জড়িয়ে ধরে। চাচা আবু তালিবের মন গলে যায় এবং তিনি তার ভাইপো মুহাম্মদ (সঃ) কে সাথে নিয়ে কাফেলার সাথে সিরিয়ার উদ্দেশ্যে রওনা হন। যেতে যেতে কাফেলা একটি স্থানে যাত্রাবিরতি করে। সংলগ্নে একটি গির্জা ছিল যাতে বাহীরা নামক এক পাদ্রী থাকত। খ্রীষ্টান ধর্মের অধিকারী ওই পাদ্রী গির্জা থেকে কখনও বের হতেন না বা কোন কাফেলার দিকে ফিরেও তাকাতেন না। কিন্তু আবু তালিবদের কাফেলা কাছে আসতেই পাদ্রী গির্জা থেকে বেরিয়ে এলেন এবং তাদের জন্য খাবারের আয়োজন করলেন। এরপর কাফেলার সমস্ত লোকদের পাদ্রী বাহীরা বা বুহাইরা খাবারের জন্য ডেকে পাঠায়। কাফেলার লোকজন তাদের মধ্যে সবচেয়ে কম বয়সী মুহাম্মদ (সঃ) কে গাছের ছায়ায় মালপত্রসহ রেখে খাবারে অংশগ্রহণ করতে যায়। খাবার শেষে যখন লোকজন ছড়িয়ে যেতে থাকে তখন সুযোগ পেয়ে পাদ্রী বাহীরা মুহাম্মাদ (সঃ) কে প্রশ্ন করে এবং অবশেষে তার পিঠের দুই কাধের মধ্যবর্তী স্থানে নবুওয়াতের মহর দেখতে পান। পাদ্রী বাহীরা নবীজির চাচা আবু তালিব এর সাথে বলেন এবং অবশেষে জানতে পারেন যে মুহাম্মাদ (সঃ) এর পিতা আব্দুল্লাহ মারা গেছেন তার জন্মের পূর্বে। নিশ্চিত হয়ে বাহীরা চাচা আবু তালিবকে তার ভাইপো মুহাম্মাদ (সঃ) কে নিয়ে দ্রুত মক্কায় ফিরে যেতে নির্দেশ দেন যাতে ইহুদীদের নজরে পড়ে শিশুনবি মুহাম্মাদ সাঃ এর কোন ক্ষতি না হয়। আবু তালিব সিরিয়ার বাণিজ্য শেষ করে দ্রুত মক্কাতে ফিরে আসেন।
জুমার বয়ান
মুফতি ইমরান বিন ইলিয়াছ
খতীব হাসাইল বাজার কেন্দ্রীয় জামে মসজিদ
মোবাইল: 01889684291.. হাফেজ আনাস মাহমুদ
নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেল টিকে সাবস্ক্রাইব করুন.. দ্বীন প্রচারে সাহায্য করুন।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: