যুক্তরাজ্য থেকে শক্তিশালী ফ্রিগেট কিনছে নৌবাহিনী। Bangladesh Navy Type23
Автор: DEFENSE SECURITY OF BANGLADESH
Загружено: 2023-12-09
Просмотров: 27
Описание:
বিএনএস বঙ্গবন্ধুর চেয়ে কয়েকগুন শক্তিশালী ফ্রিগেট দিতে চায় যুক্তরাজ্য। Bangladesh Navy Type23 360p
ফোর্সেস গোল 2030 এর আওতায় বঙ্গোপসাগরে বাংলাদেশ নৌবাহিনীর সহ্মমতা বৃদ্ধির লহ্ম্যে বাংলাদেশ নৌবাহিনী 2017 সালে ৬ টি হাইপার্ফমেন্স ফ্রিগেট ক্রয়ের টেন্ডার দিয়েছিল যেগুলো অন্য দেশের সহায়তায় দেশে মাটিতে তৈরি করা হবে ।
কিন্তু ৬ বছর পেরিয়ে গেলেও এর কোনো অগ্রগতি হয়নি, এ অবস্থায় 2030 সালের মধ্যে এসব ফ্রিগেট নৌবাহিনীর বহরে যুক্ত করা সম্ভব নয়, এ অবস্থাকে মাথায় নিয়ে গ্যাপ পূরণের জন্য বাংলাদেশ নৌবাহিনী ব্রিটেন থেকে
সেকেন্ডহেন্ড type 23 মিসাইল গাইডেড ফ্রিগেট কিনছে। type 23 মিসাইল গাইডেড ফ্রিগেট একটি অ্যান্টিসাবমেরিন ওয়ারফায়ার ফ্রিগেট য়া 1987 সালে সর্বপ্রথম সার্ভিসে আসে এবং ২০১৮ সালে এগুলোর
মিডলাইফ আপগ্রেশন সম্পন্ন করা হয়েছে , এগুলোকে অ্যান্টিসাবমেরিন ওয়ারফায়ার ফ্রিগেট বলা হলেও এগুলো এন্টি এয়ার এবং এন্টি সারফেস মিসাইলও বহন করতে পারে। এই জাহাজের ডিসপ্লেসমেন্ট 4900 টন, দৈঘ্য প্রায় 133 মি।
এটি সর্বোচ্চ 36 নটিকেল মাইল গতিতে চলতে সহ্মম।
ফ্রিগেটটিররেন্জ ১৪০০০ কিমি েএবং এটি পরিচালনা করতে 185 জন ক্র এর প্রয়োজন হয়। জাহাজটিতে অস্ত্র হিসাবে 32 সেলের বি এল এস সেম সিষ্টেম রয়েছে যেখানে মিডিয়াম রেন্জের কেম বা সিকপ্টার মিসাইল ব্যাবহার করা হয়,
যার রেন্জ 25+ কিমি সারফেস টু সারফেস অ্যান্টিসিপ মিসাইল হিসাবে ৮টি হারপুন এন্টিশিপ মিসাইল ব্যাবহার করে। আর অ্যান্টিসাবমেরিন ওয়ারফায়ারের জন্য এটিতে টর্পেডো টিউব রয়েছে যা 324mm েএর স্টিংরে টর্পেডো ফায়ার করে ।
এছাড়াও এটিতে একটি 4.5 ইন্চির মার্কেইট নেভাল গান, দুটি 30 mm ar ds30m mark2 অটোমেটেড স্ক্রল কেলিবার গান দুটি 134 মিনি গান এবং চারটি Gpmg ব্যাবহার করা হয়।
ফ্রিগেটটি একটি অ্যান্টিসারমেরিন হেলিকপ্টার অপারেট করে। এছাড়া ফ্রিগেটটির মিডলাইফ আপগ্রেশনে সময় অধুনিক আর্টিসান 3d রাডার যুক্ত করা হয়েছে যার রেন্জ 200+ কিমি, এ ফ্রান্সের থেলাসের টাইপ 208728 সোনার
সহ আরও আধুনিক সেন্সর যুক্তকরা হয়েছে। এক কথায় বলা যায় বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী যুদ্ধজাহাজ
বানৌজা বঙ্গবন্ধুর চেয়ে এটি বহুগুন শক্তিশালী । এটি বাংলাদেশ নৌবাহিনীর বহরে যুক্ত হলে বঙ্গোপসাগরে শেষ্টত্ব অর্জন করবে বাংলাদেশ নৌবাহিনী।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: