নাটোরের বনলতা সেনের প্রকৃত পরিচয় উন্মোচন।কে এই নাটোরের বনলতা সেন?জীবনানন্দ দাসের রহস্যময় বনলতা সেন।
Автор: Divine Pleasure
Загружено: 2023-06-24
Просмотров: 2243
Описание:
রুপসী বাংলার কবি জীবনানন্দ দাশের এক অমর সৃষ্টির নাম বনলতা সেন।কবিতার বনলতা সেন তার স্রষ্টা জীবনানন্দ দাসের থেকে ও জনপ্রিয় হয়ে আছেন। এমন কোন প্রেমিক প্রেমিকা পাওয়া যাবে না যারা বনলতা সেনের নাম শোনেন নি।কিন্তু কে এই বনলতা সেন? কি তার পরিচয়? জীবনানন্দ দাসের সাংসারিক টানাপোড়েন সবার ই জানা। কিন্তু বনলতা সেনের প্রকৃত পরিচয় সবার কাছেই রহস্য।সবার মত কবি জীবনানন্দ দাসের জীবনেও প্রেম এসেছিলো। সেই প্রেম ই কি বনলতা সেন।কবি তার কাকাতো বোন শোভনা দাশের উপর বেশ দুর্বল ছিলেন। সেই শোভনা দাশ ই কি কবিতার বনলতা সেন? কবি এই রহস্যের উন্মোচন করেন নি। তবে কবির ডায়েরী থেকে এই রহস্যের কিছুটা উন্মোচন করা গেছে।কবির ব্যাক্তিগত ডায়েরী থেকে বোঝা যায় কবির কাকাতো বোন শোভনা দাশ ই কবিতার বনলতা সেন।
#জীবনানন্দ #বনলতা_সেন #জীবনানন্দ_দাশ
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: