নায়ক রুবেলের মৃ’ত্যু’র খবর গুজব নাকি সত্যি? Rubel
Автор: Viral News Pro
Загружено: 2024-07-28
Просмотров: 501
Описание:
#Masum_Parvez_Rubel #Rubel #রুবেল
সোশ্যাল মিডিয়াসহ বিভিন্ন মাধ্যমে হঠাৎ করেই ছড়িয়ে পড়েছে- চিত্রনায়ক রুবেল মারা গেছেন! বিষয়টি অল্প সময়েই ছড়িয়ে পড়ে বিভিন্ন মাধ্যমে। তবে তার মৃত্যুর সংবাদটি কেবলই গুজব ও মিথ্যা। সুস্থ ও ভালো আছেন ‘লড়াকু’ খ্যাত এ নায়ক।
এ ব্যাপারে গণমাধ্যমকে দেওয়া সাক্ষাতকারে নায়ক রুবেল বলেন, কী এক বিপদে পড়েছি, ফোন দিয়ে সবাই জানতে চাচ্ছেন, মারা গেছি কি না। আসলে আমার মৃত্যুর খবরটি গুজব। আমি এখনো ভালো এবং সুস্থ আছি।
অভিনেতা রুবেল জানান, ২৫ জুলাই ব্যান্ডতারকা শাফিন আহমেদের মৃত্যুর খবর সংবাদমাধ্যমে প্রকাশ হওয়ার পরই তার মৃত্যু হয়েছে বলে গুজব ছড়ানো হয়। এ জন্য দুদিন ধরে শুধু ফোন আর ফোন পাচ্ছেন তিনি। তার ভক্ত-শুভাকাঙ্ক্ষীরাও এ ব্যাপারে উদগ্রীব। তবে সবাইকে উদ্দেশ্যে করে তিনি বলেছেন, আমি সুস্থ আছি এবং জীবিত আছি।
যে ভিডিওটি দেখিয়ে বলা হচ্ছে যে নায়ক রুবেল মারা গেছেন, সেই ভিডিওটি মূলত অভিনেতা আহমেদ রুবেলের প্রয়ানের সময়ের ভিডিও। আহমেদ রুবেল মারা যাওয়ার পর শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে তার সহকর্মীরা শেষশ্রদ্ধা জানান। সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়া হয়েছে। চলতি বছরের ৭ ফেব্রয়ারি আকস্মিকভাবে মারা যান আহমেদ রুবেল।
ঢালিউড সিনেমায় মার্শাল আর্ট ও অ্যাকশন হিরো হিসেবে সুপরিচিত রুবেল। আশির দশকে শহিদুল ইসলাম খোকনের ‘লড়াকু’ চলচ্চিত্রে অভিনয় করার মধ্যে দিয়ে রুপালি পর্দায় পা রাখেন। ক্যারিয়ারে দুই শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন রুবেল। বর্তমানে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: