বাড়িতে ধর্মীয় অনুষ্ঠান আয়োজন। পারিবারিক সুখ শান্তি সমৃদ্ধি ও মঙ্গল কামনা করে। chand online। dhamma।
Автор: Chand Online
Загружено: 2023-05-08
Просмотров: 96
Описание:
বাড়িতে ধর্মীয় অনুষ্ঠান আয়োজন। পারিবারিক সুখ শান্তি সমৃদ্ধি ও মঙ্গল কামনা করে। বাড়িতে ধর্মীয় অনুষ্ঠান আয়োজন। পারিবারিক সুখ শান্তি সমৃদ্ধি ও মঙ্গল কামনায়। chand online। dhamma।
বাড়িতে ধর্মীয় অনুষ্ঠান আয়োজন। পারিবারিক সুখ শান্তি সমৃদ্ধি ও মঙ্গল কামনা করে।
বিগত (আজ) ৪ মে ২০২৩ খৃস্টাব্দ, রোজ-বৃহস্পতিবার, ২১শে বৈশাখ ১৪৩০ বঙ্গাব্দ, ২৫৬৬ বুদ্ধাব্দ, শুক্লপক্ষের চতুর্দশী তিথি, (আজ) আমাদের পেরাছড়াস্থ গ্রামের বাড়িতে (ভগবান তথাগত গৌতম বুদ্ধের ত্রি-স্মৃতি বিজরিত শুভ বৈশাখী পূর্ণিমা বা শুভ বুদ্ধ পূর্ণিমা দিনে) (খাগড়াছড়ি সদর বৃহত্তর পেরাছড়া এলাকার নীলকান্ত কার্বারী পাড়া নিবাসী আমাদের বাবা সুশীল জীবন চাকমার বাড়িতে) অনুত্তর পুণ্য ক্ষেত্র মহান ভিক্ষু সংঘকে ডেকে এনে পারিবারিক সুখ শান্তি সমৃদ্ধি ও মঙ্গল কামনায় এবং প্রয়াত জ্ঞাতী-গোষ্ঠীর পারলৌকিক শান্তি ও মঙ্গল কামনায় নানাবিধ দান কর্ম সম্পাদন করার আয়োজনের ব্যবস্থা করা হয়। এ-ই দানকর্ম সম্পাদন করার পূর্ব মুহূর্তে আমি সর্ব প্রথম সেই মহাকারুনিক ভগবান সম্যক সম্বুদ্ধের শরণে নতশিরে তিন বন্দনা করছি তারপর তাঁর প্রচারিত ধর্ম ও প্রতিষ্ঠিত সংঘকেও তিন বার নতশিরে বন্দনা করছি। আজকের মহতী পুণ্য অনুষ্ঠানে উপস্থিত সকল জ্ঞাতী আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাড়াপ্রতিবেশি সকলকে শ্রেণি মোতাবেক শ্রদ্ধা নমস্কার শুভেচ্ছা ও স্নেহাশিস জানাচ্ছি।
(আর আমার এ-ই অনুষ্ঠান পরিচালনায় যদি কোনো ভুল ত্রুটি হয় তার জন্য ক্ষমা চাচ্ছি।) শ্রদ্ধেয় পুণ্যার্থীগণ আমি আজকের এই মহতী পুণ্য অনুষ্ঠানে যা যা ধর্মীয় কর্ম সম্পাদন করা হবে তা আরেক বার স্মরণ করিয়ে দিতে চাচ্ছি। আমাদের দানের মধ্যে আছে বুদ্ধ মূর্তি দান, সংঘ দান, অষ্ট পরিষ্কার দান, হাজার বাত্তি দান, কল্লতরু দান, সাউণ্ড বক্স ক্রয় কল্পে টাকা দান, পিণ্ড দান, পানীয় দান সহ নানাবিধ দান করা হবে। এবং পরিত্রাণ সূত্র শ্রবণ করা হবে। আমি এই ধর্মীয় পুণ্য কর্ম গুলো সম্পাদন করার জন্য সকলকে মানসিক ভাবে প্রস্তুত হয়ে একাগ্র ও গভীর মনোযোগ দিতে অনুরোধ করছি। সর্ব প্রথম আমরা নমোতস্ স ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধ স্ স তিনবার উচ্চারণ করে পরম করুনাময় ভগবান বুদ্ধের প্রতি শ্রদ্ধা ও নমস্কার নিবেদন করব। সবাই আমার সাথে সাথে বলবে (নমোতস্ স ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধ স্ স)-৩ বার।
ত্রিরত্ন বন্দনা:- বুদ্ধং বন্দামি, ধম্মং বন্দামি সংঘং বন্দামি অহং বন্দামি সব্বদা।(দুতিযম্পি-ততিযম্পি)
ভিক্ষু বন্দনা:-ওকাস বন্দামি ভান্তে সঙ্ঘো দ্বারত্তযেন কতং সব্বং অপরাধং খমতু মে ভন্তে সঙ্ঘো।(দুতিযম্পি-ততিযম্পি)
ক্ষমা প্রার্থনা:-তিরতনেসু কাযেন বাসায মনসাপি চ, পমাদেন কতং ভন্তে সব্ব দোসং খমন্তু মে। তেসু কতঞ্জলি কম্মস্ সানু ভাবেন সব্বদা, অজ্ঝত্তিকা চ বহিদ্ধা রোগা ছন্নবুতিবিধা। বত্তিংস কম্ম করণা পঞ্চবীসতি ভেরবা, সোলসূপদ্দবা চাপি দণ্ডং দোসা
দসট্ ঠ চ। পঞ্চবেরানি চত্তারো অপাযা চ তযোপি চ, কপ্পা চ ইতি সব্বে তে বিনস্ সন্তু অসেসতো। ইচ্ছিতং পত্থিতং চাপি খিপ্পমেব সমিজ্ঝতু, দীঘং চ হোতু মে আযু সংসারে সব্ব জাতীসু। সংসারে সংসারন্তো চ লভিত্বা লোকিযং সুখং, ন চিরং মগ্গং লব্ধান নিব্বানং পাপুনিস্ সাহং।(এটা শুধু একবার)
এসময় মহান ভিক্ষু সংঘ প্রার্থনা অনুসারে উপস্থিত পুণ্যার্থীগণ কে আশীর্বাদ ও বর প্রদান করবেন।
পঞ্চশীল প্রার্থনা:-
সংসারবত্তা সব্ব দুক্খাতো মোচন্তায নিব্বানং সচ্চি করন্তায অকাস মযং ভান্তে তিশরনেন সহ পঞ্চশীলং ধম্মং যাচামি অনুগ্গহং কত্তা শীলং দেথ নো ভান্তে।(দুতিযম্পি-ততিযম্পি)
পরিত্রাণ প্রার্থনা:-
মযং ভান্তে সঙ্ঘো, বিপত্তি পটিবাহায সব্বসম্পত্তি সিদ্ধিযা, সব্বদুক্ খা-বিনাসায, সব্বভয-বিনাসায, সব্বরোগ-বিনাসায, সব্ব-অন্তরায-বিনাসায, সব্বউপদ্দব-বিনাসায, সব্বঅমঙ্গলং-বিনাসয, সব্বপাপমার-বিনাসায, ভবে দীঘাযু-দাযকং চিত্তং উজুং করিত্বান পরিত্তং ব্রুথ মঙ্গলং।(দুতিযম্পি-ততিযম্পি)
এরপর সুদৃষ্টি অরণ্য কুটির অধ্যক্ষ (ভিক্ষু সংঘের) পরম শ্রদ্ধেয় শ্রীমৎ নারদ স্থবির ভান্তের ধর্ম দেশনা প্রদান।
সর্বশেষে দানকৃত যাবতীয় দানসামগ্রী ভিক্ষু সংঘের নিকট গছাইয়া দিয়ে এবং শ্রদ্ধেয় ভিক্ষু সংঘ কর্তৃক আশীর্বাদ ও বর প্রদান করে আজকের এই মহতী পুণ্য অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা।
পরে মহান ভিক্ষু সংঘের দুপুরের ভাত/ভোজন গ্রহণ করা।
এই ভিডিও টি তে শুধু ১ম অংশ দেখা যাবে।
সাধু সাধু সাধু।
Повторяем попытку...

Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: