DAY-15: সবাইকে নিয়ে টিম গঠন করে কাজগুলো একটি একটি করে শেষ করুন
Автор: Daily Work Management
Загружено: 2025-07-14
Просмотров: 23
Описание:
কোন কাজ বুঝতে না পারলে তাৎক্ষনিক রিগান স্যারকে কল করে সমাধান করতে হবে।
আজকের জন্য অত্যান্ত গুরুত্বপূর্ণ কাজসমূহঃ
১। সাপ্তাহিক মিটিং এর সময় নির্ধারণ করা ও সবাইকে কল করা - নীলয়।
২। ওয়েব ডেভলপমেন্ট - এর জন্য সুন্দর ও গোছানো ১০ জনের একটি ব্যাচ তৈরি করা - সাগর স্যার
৩। গ্রাফিক্স ডিজাইনের - ১০ জন নিয়ে একটি ব্যাচ গঠন করা - নীলয় স্যার
৪। ডিজিটাল মার্কেটিং - ক্লাসে সবাইকে উপস্থিত করার জন্য ছাত্রÑছাত্রীদের কল করা।
৫। অফিসের সামনের ব্যানার ও নীচের ব্যানার পুরাতন হয়ে গেছে আজকের মধ্যে পরিবর্তন করতে হবে।
৬। যে ল্যাপটপগুলোর অর্ডার আছে সেগুলো ডেলিভারী দিতে হবে।
৭। যাদের বেতন বাকি আছে তাদের তালিকা তৈরি করা ও বেতন আদায় করা। (ব্লগে আপডেট করা)
৮। ব্লগে - ছবি ও সকল তথ্য আপলোড করতে হবে । প্রতিটি ছাত্রের সাথে আমাদের যে কথা হয় সেগুলো নোটস করে রাখতে হবে ব্লগে।
৯। গত মাসিক পরীক্ষা যারা মিস করেছে তাদেরকে আজ পরীক্ষার ব্যবস্থা করতে হবে।
১০। নতুন ছাত্র-ছাত্রী ভর্তির জন্য পলিটেকনিক ও স্কুল সমূহের ছাত্র-ছাত্রীদের কল করতে হবে। আপনাকে আজ যে কোন একটি স্কুল বাছাই করে নিতে হবে।
ভিডিওগুলো দেখার সময় প্রতিটি পয়েন্টে ভিডিও পজ করুন তারপর কাজ শেষ করে পরবর্তী পয়েন্ট দেখুন। ধন্যবাদ সবাইকে।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: