Sri Lanka bomb attcks in curches || ইস্টার সানডেতে শ্রীলঙ্কায় গির্জায় বিস্ফোরণ
Автор: AKAND4RASHED BD
Загружено: 2019-04-21
Просмотров: 80
Описание:
Bomb attacks in churches and hotels kill scores of people
শ্রীলংকায় ইস্টার সানডে উদযাপনের সময় ৩টি গির্জা ও ৩টি হোটেলে বোমা বিস্ফোরিত হয়েছে। এতে অন্তত ১৩৮ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। আহত হয়েছে চার শতাধিক মানুষ।
হতাহতের সংখ্যা আরো বাড়ার আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় গণমাধ্যমে জানানো হয়, কলোম্বোর সেন্ট অ্যান্থনিস চার্চ, নেগোম্বোর সেন্ট সেবাস্তিয়ান চার্চ এবং বাত্তিকালোয়ার জিয়ন চার্চে বিস্ফোরণ হয়। এছাড়া কলোম্বোর তিনটি পাঁচ তারকা হোটেল... শাংরি-লা, কিংসবারি এবং সিনামন গ্র্যান্ডে বিস্ফোরণের ঘটনা ঘটে। স্থানীয় সময় সকাল পৌনে নয়টায় একযোগে সবগুলো হামলা চালানো হয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ। হামলার দায় এখন পর্যন্ত কেউ স্বীকার করেনি। হতাহতদের মধ্যে বিদেশী নাগরিকও আছেন। হামলার পর, কলম্বো বন্দরনায়েক বিমানবন্দর ও রেল স্টেশনসহ দেশজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। মঙ্গলবার পর্যন্ত সব স্কুল বন্ধ ঘোষণা করেছে সরকার। সন্ত্রাসী হামলার তদন্ত শুরু হয়েছে জানিয়ে দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা।
#SriLanka #DWNews #EasterSunday
Повторяем попытку...

Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: