পাটুরিয়া ঘাটে গাড়িসহ ফেরি ডুবে গেলো | paturia ferry news today | ferri dubi armaan khan
Автор: Armaan Khan (armaan)
Загружено: 2021-10-27
Просмотров: 862
Описание:
পাটুরিয়া ফেরীঘাট paturiya ferri ghat 27 October
পাটুরিয়া ঘাটে গাড়িসহ ফেরি ডুবে গেলো | paturia ferry news today | ferri dubi পাটুরিয়া ৫নং ফেরীঘাট, শিবালয়,মানিকগঞ্জ ফেরী
সকাল ৯টায় ডুবে যায় শাহ আমানত ফেরি।
এ সময় আমানত শাহ নামে ওই ফেরিটিতে ১৭টি ট্রাক ও ৫-৬টি মোটরসাইকেল ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে
মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাটে ১৭টি পণ্যবাহী ট্রাক ও বেশ কয়েকটি মোটরসাইকেলসহ ডুবে গেছে আমানত শাহ নামে একটি ফেরি।
বুধবার (২৭ অক্টোবর) সকাল পৌনে দশটায় এ ঘটনাটি ঘটে। সকাল সোয়া ১০ টার দিকে বিষয়টি ঢাকা ট্রিবিউনকে নিশ্চিত করেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন আরিচা শাখার উপমহাব্যবস্থাপক মো. জিল্লুর রহমান।
তিনি বলেন, “দৌলতদিয়া ঘাট থেকে যানবাহন নিয়ে করে পাটুরিয়া ঘাটের ৫ নং ফেরিঘাট নৌঙর করে বড় আকারে রো রো ফেরি আমানত শাহ। ফেরি থেকে দুই-থেকে তিনটি যানবাহন নামার পরই উল্টে যায় ফেরিটি। এ খবর পাওয়ার পরই ঘটনাস্থলে পৌঁছে যায় ফায়ার সার্ভিসের ডুবুরি ইউনিট।
ফেরিটিতে ১৭ টি ট্রাক ছিল, এছাড়া ৫-৬ টি মোটরসাইকেলও ছিল বলেও জানান তিনি।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক শরিফুল ইসলাম জানান, তাদের দুটি টিম ঘটনাস্থলে কাজ করছে, ঢাকা থেকে আরও দুটি টিম আসছে বরেও জানান তিনি।
উদ্ধার কাজ চলছে।
মতামত দিন
armaan khan
paturiya today, today ferry news
Armaan Facebook→ / armaankhanthereal
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: