লাউ এর পাতা পোড়া রোগ দমন পদ্ধতি। জেএন্ডএ এগ্রো।।
Автор: J&A AGRO
Загружено: 2025-11-23
Просмотров: 93
Описание:
লাউ এর পাতাপোড়া রোগ দমন।।
লাউয়ের পাতা পোড়া রোগ—এটি সাধারণত ফাংগাস (ছত্রাক) বা ব্যাকটেরিয়া জনিত হয়ে থাকে। নিচে খুব সহজভাবে এর লক্ষণ, কারণ এবং দমন পদ্ধতি লিখলাম, যাতে আপনি দ্রুত ব্যবস্থা নিতে পারেন।
✅ লাউ পাতা পোড়া রোগের লক্ষণ:
পাতার প্রান্ত থেকে হলদে/বাদামি রঙ হয়ে শুকাতে শুরু করে, পাতায় অনিয়মিত পোড়া দাগ, পাতা কুঁকড়ে যাওয়া, রোগ বেশি হলে পাতা পুরো শুকিয়ে যায়।
🎯 দমন পদ্ধতি (Effective Control)
১) রোগ শুরুর আগেই প্রতিরোধ:
জমি ও পাতা সবসময় শুকনো রাখুন-
পানি সেচ দেওয়ার সময় পাতায় পানি যেন না লাগে-
গাছের ভিড় কমিয়ে বাতাস চলাচল বাড়ান-
২) জৈব সমাধান (যদি কেমিক্যাল না ব্যবহার করতে চান)
✔ নিম অয়েল স্প্রে:
৫–৭ মি.লি. নিম তেল + ১ লিটার পানি + ২–৩ ফোঁটা সাবান
৫–৭ দিন পর পর স্প্রে করুন
✔ বেকিং সোডা স্প্রে
১ লিটার পানিতে ১ গ্রাম বেকিং সোডা + ১ গ্রাম সাবান
হালকা রোগে ভালো কাজ দেয়-
৩) রাসায়নিক দমন পদ্ধতি (সবচেয়ে কার্যকর)
⚠ প্রস্তাবিত ডোজ গুলো ফসলে নিরাপদ—তবুও সঠিক নিয়মে মেনে চলুন।
(A) ফাংগাসজনিত পাতা পোড়ায়:
নিচের যেকোনো একটি স্প্রে করতে পারেন:
ওষুধের নাম ডোজ ব্যবহারের সময়:
Mancozeb 75% WP 2–2.5 গ্রাম/লিটার পানি ৭ দিন পর পর, Carbendazim 50% WP 1 গ্রাম/লিটার রোগের শুরুতে, Chlorothalonil 2 গ্রাম/লিটার মাঝারি আক্রান্ত পাতায়, Hexaconazole 1 মি.লি./লিটার আর্দ্র আবহাওয়ায়।
(B) ব্যাকটেরিয়া জনিত পাতা পোড়ায়:
ওষুধের নাম ডোজ
Copper oxychloride 2.5 গ্রাম/লিটার
Streptocycline + Copper oxychloride মিক্স 0.5 গ্রাম স্ট্রেপটো + 1.5 গ্রাম কপার /লিটার।
🌱 ৪) আক্রান্ত পাতা অপসারণ:
যেসব পাতা বেশি দাগ পড়েছে সেগুলো কেটে দূরে পুঁতে ফেলুন, আক্রান্ত পাতা রেখে দিলে রোগ দ্রুত ছড়ায়।
🌦 ৫) পরিবেশ নিয়ন্ত্রণ:
বৃষ্টির পর পরই প্রতিরোধমূলক স্প্রে করুন
সকালে স্প্রে করুন, রোদে বা বৃষ্টির সময় নয়।
আজকের ভিডিওতে দেখানো হয়েছে লাউ এর পাতা পোড়া রোগ দমন পদ্ধতি সম্পর্কে।
J&A AGRO কাজ করে আধুনিক ও প্রাকৃতিক কৃষি প্রযুক্তি কৃষকের দোরগোড়ায় পৌঁছে দিতে।
ভিডিওটি দেখে জানতে পারবেন-
✅ সঠিক সার প্রয়োগ
✅ পোকা ও রোগ দমন পদ্ধতি
✅ যত্নের টিপস
ফেসবুক পেজ লিংক:
/ jandaagro
ইউটিউব চ্যানেল লিংক:
/ @jandaagro
হোয়াটসঅ্যাপ লিংক:
https://whatsapp.com/channel/0029Vb5C...
X (টুইটার) লিংক:
https://x.com/mjewelislam86?s=09
টিকটক (tiktok) লিংক:
/ jandagro
ইন্সটাগ্রাম লিংক:
/ jewel.islam.585
হিকমাহ পেজ লিংক:
https://hikmah.net/@jandaagro
থ্রেটস্ লিংক:
https://www.threads.com/@jewel.islam.585
ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন J&A AGRO চ্যানেল/ পেজটি।
#youtubeviral #youtubevideo #youtubeshorts
Thanks.
J&A AGRO
I dream my own way.
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: