What is Affidavit and why।হলফনামা কি ?কখন দরকার? কাদের দরকার?How to make an affidavit? rezaul karim
Автор: Rezaul Karim
Загружено: 2024-01-04
Просмотров: 917
Описание:
What is Affidavit and why।হলফনামা কি ?কখন দরকার? কাদের দরকার?
হলফনামা বা এফিডেভিট কিভাবে করতে হয়।
হলফনামা একটি অতি গুরুত্বপূর্ণ বিষয় আমাদের অধিকাংশ মানুষেরই এর প্রয়োজন হয়। হলফনামাকে ইংরেজীতে বলে এফিডেভিট এর হরেকরকম ব্যবহার রয়েছে। বিভিন্ন কাজে হলফনামা সম্পাদনের প্রয়োজন পড়ে। জমি কেনাবেচা, বিবাহ কিংবা বিবাহ বিচ্ছেদ, নাম পরিবর্তন বা সংশোধনসহ বিভিন্ন কাজে দেশে-বিদেশে এর বহুবিধা ব্যবহার রয়েছে। তা ছাড়া বিভিন্ন দলিল তৈরির কাজেও লাগে এই হলফনামা। নিয়মকানুন মেনেই তা সম্পাদন করতে হয়।
হলফনামা তৈরী করতে কি কি পদ্ধতি অবলম্বন করতে হয়।
First of All: হলফনামাতে হলফকারীর পূর্ণ নাম, ঠিকানা, বাবা-মায়ের নাম, জাতীয়তা, বয়স, পেশা ও ধর্ম উল্লেখ করতে হবে। সঙ্গে দিতে হবে জাতীয় পরিচয়পত্রের নম্বর। হলফকারী ব্যক্তি কী বিষয়ে, কী কারণে ও কেন হলফ করছেন, তার পূর্ণাঙ্গ বিবরণ দিতে হবে।
যেকোনো হলফনামায় অবশ্যই যে তারিখে হলফনামাটি সম্পাদন করা হচ্ছে, সেই তারিখটি লিখতে হবে।
নাম পরিবর্তনের ক্ষেত্রে পূর্ব নাম কী ছিল এবং বর্তমান নামে কী সংশোধন হয়েছে, তা স্পষ্ট করে লিখতে হবে।
হলফকারীকে হলফনামার সঙ্গে পাসপোর্ট আকারের সত্যায়িত ছবি দিতে হবে এবং স্বাক্ষর করতে হবে।
হলফনামার শেষ অংশে একজন আইনজীবীর মাধ্যমে শনাক্ত করাতে হবে এবং আইনজীবীকে উল্লেখ করতে হবে এই হলফনামা তাঁর সামনে সম্পন্ন করা হয়েছে।
নিয়ম হচ্ছে যিনি হলফনামাটি করলেন, তিনি নোটারি পাবলিক কিংবা প্রথম শ্রেণির জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের সামনে তাঁর হলফনামাটি সম্পর্কে সত্যপাঠ করবেন। তখন নোটারি পাবলিক বা ম্যাজিস্ট্রেট হলফনামাটি যাচাই-বাছাই করে এর ওপর স্বাক্ষর দেবেন এবং একটি বিশেষ সরকারি সিল ব্যবহার করে এতে ক্রমিক নম্বর বসাবেন। হলফনামাটির একটি ফটোকপি তিনি রেখে দেবেন। নোটারি পাবলিক থেকে নোটারি করার সময় নোটারি পাবলিকের সনদ নম্বর জেনে নেওয়া উচিত। নোটারি পাবলিক ভুয়া কি না, তা যাচাই করে নিতে হবে। কোনো পেছনের তারিখ দিয়ে হলফনামা সম্পাদন করা উচিত নয়।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: