আবারও মা হচ্ছেন পরীমনি।
Автор: Exclusive Voice of Media
Загружено: 2023-05-11
Просмотров: 47
Описание:
বাংলা সিনেমার আলোচিত, সমালোচিত ও বিতর্কিত নায়িকা পরিমনি। তিনি যা কিছু করেন তাই যেন সোস্যাল মিডিয়াড ও মেনইস্টিম মিডিয়ায় চর্চিত বিষয় হযে যায়, তা না হলে কি আর পরীমনি।
এবার মায়ের চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়িকা পরীমনি।যা রিতিমতো সোস্যাল মিডিয়ায় আলোচিত হচ্ছে। অরণ্য আনোয়ার পরিচালিত 'মা' সিনেমায়, তাকে মায়ের ভূমিকায় দেখা যাবে।
এক প্রশ্নের জবাবে পরীমনি বলেন, 'আমি মা সিনেমায় মায়ের ভূমিকায় অভিনয় করেছি। একজন নায়িকা মায়ের চরিত্রে কাজ করতে পারবে না, এমন ধারণায় আমার আপত্তি আছে। আমি জানি না, এই সিনেমা মানুষ পছন্দ করবে কি না, দর্শক দেখবে কি না। কিন্তু আমার অভিনয় জীবনে, ব্যক্তিগত জীবনে, পুরো জার্নিতে এই অংশটা আমি ফ্রেমবন্দি করে রাখতে চাই। আমি আমার সন্তান রাজ্যকে এটা গিফট করতে চাই, যে তুমিও ছিলে আমার সঙ্গে।'
আগামী ১৯ মে মা দিবস মুক্তি পাবে সিনেমাটি। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন- আজাদ আবুল কালাম, ফারজানা ছবি, সাজু খাদেম, রেবেনা করিম জুঁই, শিল্পী সরকার অপুসহ অনেকে।
#porimoni #porimoni_movie #pori_moni_news_today #razzo #Sharifulraaz
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: