ইরানের ইসলামি বিপ্লব কেন হয়েছিলো ?| Iran's Islamic Revolution|Amazing History channel
Автор: Amazing History channel
Загружено: 2024-01-08
Просмотров: 473
Описание:
ইরানের ইসলামি বিপ্লব কেন হয়েছিলো ?| Iran's Islamic Revolution|Amazing History channel
ইরানের ইসলামি বিপ্লব কেন হয়েছিলো? চলুন জেনে আসি......
জানুয়ারি ১৯৭৮। দেশটির নির্বাচিত ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামিনির নীতি-নৈতিকতা নিয়ে ছাপা হয় একটি নিবন্ধন যার প্রতিক্রিয়ায় দেশজুড়ে শুরু হয় অস্থিরতা। হাজার হাজার মাদ্রাসার ছাত্র ও পেশাজীবি সম্প্রদায় তীব্র প্রতিবাদ জানিয়ে মিছিল বের করা হয়।
শাহ সরকার সেনাবাহিনী দিয়ে খামিনির দমনের চেষ্টা করলে নিহত হয় অনেক ছাত্র। জনতা আরো উত্তাল হয়ে শুরু করে শাহ বিরোদী আন্দোলনের। নষ্ট হয় শাহ এর ব্যক্তিগত সম্পত্তি হোটেল, বার , সিনেমা হল, ইত্যাদি। প্রাণ যায় শত শত মানুষের। বছরের মাঝামাঝি সময়ে শাহ সরকারি কর্মকর্তাদের বেতন কমিয়ে দেয়। বন্ধ করে দেয় বড় বড় প্রজেক্ট। দেশে দেখা দেয় খাদ্য ঘাটতি ,বাড়ে বেকারত্বের হার। চাকরির জন্য তেহরানে আসা জনগণ'সহ গড়ে ওঠে শাহ পতনের আন্দোলনে।
শাহ সেনাবাহিনী দিয়ে আন্দোলন দমনের চেষ্টা করে এবং বহু আন্দোলনকারীকে হত্যা করে। কিন্তু এতে আন্দোলন থেমে থাকে নি। বছর শেষে ডিসেম্বরে আন্দোলন আরো তীব্র হয়ে ওঠে। ২ ডিসেম্বর নিহত হন ৭০০ জন মানুষ। ১২ ডিসেম্বর তেহেরানে জড় হয় বিশ লক্ষ মানুষ। কিন্তু এবার সেনাবাহিনীর জনতার পক্ষে সাড়া দেয়। শাহ পরিস্থিতি সামাল দিতে নতুন প্রধানমন্ত্রী নিয়োগ করেন।
তা প্রত্যাখ্যান করে ডাক দেন। শুরু হয় ইরানে ইসলামী বিপ্লবের আন্দলনের।
#Iran#Iranian Revolution#History of Iran#Islamic Revolution
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: