২১৫ বছরের পুরোনো মিঠাপুকুর বড় মসজিদ। MITHAPUKUR BORO MOSJID
Автор: Steps with Syed
Загружено: 2025-04-25
Просмотров: 63
Описание:
মিঠাপুকুর বড় মসজিদ রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার অন্তর্গত একটি প্রাচীন মসজিদ। ধারণা করা হয় মোঘল আমলের শেষের দিকে মসজিদটি নির্মান করা হয়েছিলো। রংপুর শহর থেকে ২৪ কিলোমিটার দক্ষিণে মিঠাপুকুর নামক উপজেলা সদরে এ মসজিদটি অবস্থিত। এলাকার নাম অনুসারেই এটির নাম রাখা হয় মিঠাপুকুর বড় মসজিদ বলে । তবে স্থানীয়দের কাছে মিঠাপুকুর বড় মসজিদটি ভাঙা মসজিদ বা পুরনো মসজিদ নামে বেশি পরিচিত।
তিন গম্বুজ বিশিষ্ট আয়তাকার এ মসজিদটি প্রাচীরবেষ্টিত এবং দোচালা পদ্ধতিতে নির্মিত একটি প্রবেশ তোরণ রয়েছে। এ মসজিদের চার কোনায় চারটি মিনার আছে। মসজিদের পূর্ব দেয়ালে তিনটি প্রবেশপথ এবং উত্তর ও দক্ষিণে একটি করে মোট পাঁচটি প্রবেশপথ রয়েছে। তিনটি মিহরাব,মসজিদের সম্মুখের দেয়াল,প্যারাপেট দেয়াল ও গম্বুজের ড্রামসমূহ সুন্দর প্যানেল, লতাপাতা, ফুল জ্যামিতিক নক্সা ও সাপের ফনাসদৃশ নক্সা দ্বারা অলংকৃত। মসজিদের সম্মুখের দেয়ালের শিলালিপি থেকে জানা যায় জনৈক শেখ মোহাম্মদ সাবেরের পুত্র শেখ মোহাম্মদ আছের কর্তৃক ১২২৬ হিজরীতে (১৮১০ খ্রিঃ) মসজিদটি নির্মিত। সোর্স: উইকিপিডিয়া
#mosquehistory #মসজিদের_ইতিহাস #islamicarchitecture #ইসলামিক_স্থাপত্য #bangladeshheritage #বাংলাদেশ_ঐতিহ্য
#travelbangladesh #ভ্রমণ_বাংলাদেশ #mosquedocumentary #মসজিদ_ডকুমেন্টারি #rangpur #mithapukur
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: