টাইটানিকের চেয়ে পাঁচগুণ বড়, বিশ্বের সবচেয়ে বড় জাহাজ,‘ওয়েসিস অব দ্যা সিজ. Breaking News 24
Автор: BREAKING NEWS24
Загружено: 2018-01-25
Просмотров: 233
Описание:
নির্মাণ শুরুর আগে রয়্যাল ক্যারিবিয়ান ‘নেম দ্যাট শিপ’ নামের এক প্রতিযোগিতার আয়োজন করে। প্রতিযোগিতায় বিশ্বের বিভিন্নস্থান থেকে প্রায় ৯১ হাজার নাম সংগৃহীত হয়। বিপুল সংখ্যক নাম থেকে বেছে অবশেষে মিশিগানের জর্জ ওয়েজারের পাঠানো ‘ওয়েসিস অব দ্যা সিজ’ নির্বাচন করা হয়।
২২ তলা বিশিষ্ট বিলাসবহুল এই জাহাজটিতে রয়েছে ১৬টি ডেক এবং ২,৭০০ টি বিলাসবহুল রুম। জাহাজটি একসাথে ৬,৩০০ যাত্রী ধারণ করতে পারে।
In total, the specialty of the ship has been divided into 7 parts. For example - Central Park, Pool, Fitness Center, Entertainment Center etc. This is the world's first floating garden. There are 12,000 trees and 56 trees. The rear of the ship has a 750-seat theater, which includes the Swimming Pool.
• নির্মাণকালীন সময়: সাড়ে তিন বছর
• নির্মাণের উদ্যোগ গ্রহণ: ২০০৬ সালের ফেব্রুয়ারি
• নির্মাণ কাজ শুরুর সময়: ২০০৭ সালের ১২ নভেম্বর
• নির্মাণ কাজ শেষের সময়: ২০০৯ সালের ১ নভেম্বর
৮৭০০ মানুষের খাবার ব্যবস্থার জন্য ২৬টা গ্যালি বা রান্না ঘরে যাত্রীদের সকালে ঘুম ভাঙ্গার আগে থেকেই রান্নার কাজ চলতে থাকে। এই সব মালামাল জাহাজের মাতৃভুমি (Port of Registry) Fort Lauderdale শহরের Port Everglades বন্দর থেকে প্রতি শনিবার প্রায় সকাল ৬টা থেকে জাহাজে্র ডেকে এসে পৌঁছতে থাকে এবং সকাল সাড়ে সাতটা থেকে সেগুলি চাহিদার তালিকার সাথে মিলিয়ে বাছাই করে ভাঙ্গা প্যাকেট, পচা ইত্যাদি সরিয়ে ফেলে ফর্ক লিফটে করে ভান্ডারে নির্দিষ্ট জায়গা অনুযায়ী স্টোরিং হতে থাকে। যেমন, চা, কফি, দুধ, মাছ, মাংশ, চাউল, ময়দা, বিস্কুট, সব্জী, সস, কেচাপ, মাখন, পনীর, রুটি, নানা ধরনের মদ এবং পানীয় ইত্যাদি যেটা যেখানে রাখতে হয় সেখানে রাখা হয়।বিভিন্ন গ্যালিতে বিভিন্ন রকমের খাবার রান্না হয়, যেমন যে গ্যালিতে মাছ মাংশ রান্না হয় সেখানে সব্জী রান্না বা বেকিং হবে না আবার সকালের নাস্তা বা হালকা নাস্তার জন্য ভিন্ন গ্যালি এই ভাবে।
Sahre this video : • টাইটানিকের চেয়ে পাঁচগুণ বড়, বিশ্বের সবচেয়...
Plese subcribe our chanel : / @breakingnews2444
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: