১৩১ তম আবির্ভাব উৎসবের বর্ণাঢ্য শোভা যাত্রা, শ্রীগুরু সঙ্ঘ বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রম, কাউখালী
Автор: Sri Guru Sangha bd
Загружено: 2022-11-09
Просмотров: 1294
Описание:
পিরোজপুর জেলার কাউখালীতে শ্রীগুরু সংঘ বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রমের ৫দিন ব্যাপী ঐতিহ্যবাহী রাস উৎসব শুরু হচ্ছে। শ্রীগুরু সংঘের প্রতিষ্ঠাতা শ্রীমদ্ দূর্গাপ্রসন্ন পরমহংসদেব এর ১৩১ তম আবির্ভাব উপলক্ষে রাস পূর্ণিমায় প্রতিবছর এ উৎসব অনুষ্ঠিত হয়। পাঁচ দিনের এ উৎসবকে ঘিরে দেশ ও বিদেশের লক্ষাধিক পূণ্যার্থীর সমাগম ঘটবে। পার্শ্ববর্তী দেশ ভারত, নেপাল ও শ্রীলংকা থেকেও ভক্তবৃন্দ এ অনুষ্ঠানে সমবেত হবেন। এ উপলক্ষে কাউখালী জনপদ এখন মুখরিত।
শ্রীগুরু সংঘের কেন্দ্রীয় সভাপতি স্বামী জগন্নাথানন্দ সরস্বতী আজ সকালে আশ্রম অংগনে সংঘ পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করবেন। এর পর পরই একটি বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করা হবে। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করবে।
আশ্রমের সাধারণ সম্পাদক রনঞ্জয় কৃষ্ণ দত্ত জানান, বিশ্ব চরাচরের দুঃখ বিমোচন, অধর্মের গ্লানি থেকে রক্ষা ও ধর্ম সংস্থাপণার্থে বিশ্ব শান্তি কামনায় ৫ দিন ব্যাপী এ উৎসবে ২৪ প্রহরব্যাপী তারকব্রহ্ম মহানাম সংকীর্ত্তন অনুষ্ঠিত হবে।
উৎসব উপলক্ষে ইতোমধ্যে আশ্রম প্রাঙ্গনে বিশাল এলাকা জুড়ে বসেছে রাস মেলা। নাগরদোলাসহ রকমারি জিনিসের পসরা সাজিয়েছে দোকানিরা। পাহাড়ী কাঠের নকশায় গড়া আকর্ষনীয় ফার্নিচারসহ দূর দূরান্ত থেকে দোকানীরা এসেছে এই মেলায়। শীতের গরম কাপড়, শিশুদের বিনোদনেরও অনেক খেলনা সামগ্রীতে জমে উঠেছে এ আনন্দমেলা।
এছাড়া অন্যান্য কর্মসূচি মধ্যে রয়েছে মংগল আরতি, শ্রীমদ্ভাগবদ গীতা ও গুরুগীতা পাঠ, বস্ত্র বিতরণ, শিক্ষা উপকরণ বিতরণ, সরকারি হাসপাতালে দুঃস্থ রোগীদের মধ্যে ফল বিতরণ, সান্ধ্যকালীন প্রার্থনা, ধর্ম সভা ও গীতি আলেখ্য ইত্যাদি। মহাপ্রসাদ বিতরণের মধ্যে দিয়ে এ উৎসবের সমাপ্তি ঘটবে।
LIKE | COMMENT | SHARE | SUBSCRIBE
--------------------------------------------------------------------------------------------------
Video recorded :Jaydeb Karmokar.
**This video is captured, edited and uploaded "Sri Guru Sangha bd" **
All rights reserved by Sri Guru Sangha bd.
Don’t forget to Subscribe if you are new to this channel and Share this video with your friends. Look around for videos like then one you just saw.
#আবির্ভাব_উৎসব #SriGuruSanghabd #শ্রীগুরু_সঙ্ঘ
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: