দেখুন এবার ক্ষেপণাস্ত্র পরীক্ষা করবে জাপান
Автор: LATEST BANGLA ENTERTAINMENT NEW TV
Загружено: 2017-06-21
Просмотров: 1102
Описание:
উত্তর কোরিয়াকে নিরস্ত করতে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাবে জাপান। আগামী বৃহস্পতিবার জাপান তাদের ক্ষেপণাস্ত্র পরীক্ষা করার সিদ্ধান্ত নিয়েছে বলে দেশটির প্রচার মাধ্যম এনএইচকে (নিপন হসো কয়োকাই- অর্থাৎ, জাপান ব্রডকাস্টিং কর্পোরেশেন)- এ সম্প্রচারিত প্রতিবেদন থেকে খবরটি জানা যায়। সম্প্রতি উত্তর কোরিয়ার একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষা, যা জাপানকে ভীতির সম্মুখীন করেছে। নিজেদের নিরাপত্তা ব্যবস্থা জোড়দার করতেই জাপান এই পরীক্ষা চালাবে।
লকহীড মারটিন কোম্পানি (যুক্তরাষ্ট্রের গ্লোবাল অ্যারোস্পেস, ডিফেন্স, সিকিউরিটি এন্ড এ্যাডভান্স টেকনোলজিস কোম্পানি) থেকে নির্মিত প্যাট্রিয়ট এ্যাডভন্স ক্যাপাবিলিটি-৩ (পিএসি-৩) নামের ক্ষেপণাস্ত্রটি পরীক্ষামূলক নিক্ষেপ করা হবে। আর এই পরীক্ষাটি পরিচালনা করবে জাপানের বিমান বাহিনী। এই ক্ষেপণাস্ত্রটি শত্রুর আক্রমণের হাত থেকে জাপানকে রক্ষা করতে সক্ষম হবে বলে জানা যায়।
উত্তর কোরিয়া সম্প্রতি ছোট ও মাঝারি আকারের বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে। এই ক্ষেপণাস্ত্রগুলো উত্তর কোরিয়া থেকে প্রায় ৩০০ কিলোমিটার দূরে জাপান সাগরের উপকূলে নিক্ষেপ করা হয়। তাই উত্তর কোরিয়াকে প্রতিহত করতেই ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাবে জাপান। এনএইচকে’কে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই বলেছেন দেশটির প্রধানমন্ত্রী শিনজো আবে।
তিনি আরও বলেন কিছুদিন আগে অনুষ্ঠিত হওয়া জি-সেভেন সম্মেলনে তারা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছেন, তারমধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল উত্তর কোরিয়াকে প্রতিহত করা। যদিও উত্তর কোরিয়া তাদের ক্ষেপণাস্ত্রগুলো যুক্তরাষ্ট্রকে হুমকি দিতেই নিক্ষেপ করেছে। কিন্তু উত্তর কোরিয়ার এই উদ্ধত আচরণ মেনে নিতে রাজি নয় তারা। উত্তর কোরিয়াকে প্রতিহত করতে যুক্তরাষ্ট্রকে সাহায্য করতে প্রস্তুত আছে জাপান বলে জানিয়েছেন শিনজো।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: