#পরশুরাম_চিরঞ্জীবী
Автор: Bandana Geet বন্দনা গীত
Загружено: 2021-05-20
Просмотров: 179
Описание:
পরশুরাম-চিরঞ্জীবী (যিনি আজও জীবিত রয়েছেন)।
সপ্তঋষি দের মধ্যে স্থানপ্রাপ্ত মহর্ষি জমদগ্নি আর মাতা রেনুকা থেকে পরশুরামের জন্ম হয়। পাঁচ ভাইয়ের মধ্যে পরশুরাম বড়। তপস্যা করে ভগবান শঙ্করের কাছ থেকে অনেক দিব্য অস্ত্র, পরশু ও ধনুর্বিদ্যা শিখলেন। ভগবান দত্তাত্রেয়র উপাসনা করে, সহস্র বাহুবল প্রাপ্ত চন্দ্রবংশীয় ক্ষত্রিয় কার্তবীর্য অর্জুন শিকার করতে গেলে পথ হারিয়ে দুঃখী হয়ে সেনা শহীদ জমদগ্নি ঋষির আশ্রমে এলেন। ভোজন, জল প্রাপ্ত করে আনন্দিত ও আশ্চর্যচকিত হলেন, ভাবলেন এত বড় সেনার এই সাধু মুহুর্তের মধ্যে আহারাদি কীকরে ব্যবস্থা করলেন। জিজ্ঞাসা করলে ঋষি বললেন, এইসব লীলা ইন্দ্র প্রদত্ত কামধেনু গোমাতার (গাইয়ের )। তাহলে তো এই গোমাতা (গাই )ঋষির কাছে নয় রাজার কাছে হওয়া উচিত, আর জবরদস্তি ধরে মাহিষ্মতী নিয়ে গেলেন। পরশুরাম বাড়ি এলে সমস্ত ঘটনা জানার পর অস্ত্র নিয়ে শত্রুর পেছনে ধাওয়া করলেন, অপরাজেয় রাজা কার্তবীর্য অর্জুনের হাজার ভূজার (হাত) বল পরাস্ত করে বধ করার পর গাই ফিরে আশ্রমে নিয়ে এলেন। কার্তবীর্য রাবণ কে যুদ্ধে হারিয়ে ছিলেন। মহর্ষি জমদগ্নি বললেন পরশুরাম তুমি অনেক লোককে বধ করেছো আত্মশুদ্ধির জন্য তীর্থযাত্রা করো। পিতার আজ্ঞা মেনে তীর্থযাত্রা করে একবছর পর ফিরে এলেন। শোনা যায় সুদর্শন চক্রের অহংকার হয়েছিল কারন সে ভাবতো বিষ্ণুর সকল পরাক্রম আমি, তখন বিষ্ণু ভগবান সহিত দুজনেই জন্ম নিলেন। চক্র কার্তবীর্য অর্জুন আর বিষ্ণু পরশুরাম। এক্ষুনি আমরা দেখতে পেলাম কে কত বলশালী। বসন্ত ঋতুতে রেনুকা গঙ্গা থেকে জল নিয়ে আসতে দেরি করার কারণ চিত্ররথ গন্ধর্ব এর প্রেম ক্রীড়া জানলে জমদগ্নি ঋষি ক্রোধিত হয়ে ক্রমশ ছোট চার ভাই কে মাতার শীশ (মাথা)কাটতে বললেন, এই কাজ কোন ছেলেই করলেন না। তখন পরশুরাম কে বললেন তুমি মাতা রেনুকা সহিত চার ভাইয়ের শীশ (মাথা)কেটে দাও। আজ্ঞা পালন করে এরকমই করলেন পরশুরাম। তখন জমদগ্নি ঋষি শান্ত হয়ে বরদান মাগতে বললে পরশুরাম পিতাকে বললেন, আমার মাতা ও ভাইদের পুনরায় জীবিত করে দিন, আর মারার এই ঘটনা যেন ওদের মনে না থাকে। তথাস্তু বললেন, আর মন্ত্র শক্তি দ্বারা সকলকে জীবিত করে দিলেন। পরশুরাম ভাইদের সাথে যখন আশ্রমে ছিলেন না তখন কার্তবীর্য এর পুত্র সুযোগ বুঝে জমদগ্নি ঋষির শির (মাথা)কেটে সাথে নিয়ে গেলেন। পরশুরাম আশ্রম এ ফিরে এলে মাতাকে কাঁদতে দেখে সমস্ত ঘটনা জানতে পেরে, সহস্রার্জুনের সকল পুত্র ও সেনার বিনাশ করে জমদগ্নির শির নিয়ে এসে অন্তিম সংস্কার করলেন। শোনা যায় মাতা রেনুকা দুঃখী হয়ে 21 বার নিজের ছাতি পিটে ছিলেন, তখন পরশুরাম প্রতিজ্ঞা করেন দুষ্টু ক্ষত্রিয় দেরও 21 বার বিনাশ করব। পরশুরাম এরকম(যারাদুষ্ট ) ক্ষত্রিয়দের মেরে 5 বিশাল পুকুর ভরে দিয়েছিলেন। এই সরোবর গুলি ''স্যমন্তক পঞ্চক" নামে জানা যায়। আত্মশুদ্ধির জন্য অশ্বমেধ যজ্ঞ আর বাজপেয় যজ্ঞ করে মাতার কথাই পুরো পৃথিবী মহর্ষি কশ্যপ কে দান করে তপস্যা করার জন্য পূর্বে মহেন্দ্রাচল পর্বত চলে গেলেন। কিন্তু আশ্রম এর জন্য ভূমি নেই তখন নিজের পরসু (বিশেষ শস্ত্র) পুরো শক্তি দিয়ে সমুদ্রে ছুঁড়েদিলেন। সমুদ্র ভয়ে ভীত হয়ে প্রার্থনা করতে লাগলে পরশুরাম বললেন যতদূর পর্যন্ত পরসু (বিশেষ শস্ত্র) স্পর্শ হয়েছে জায়গা খালি করে দিন। সমুদ্র সেটাই করলেন। যেটাকে পরশুরাম সৃষ্টি বলা হয়। যেখানে কোন আকাল কোন রোগ হবে না সারাক্ষণ প্রগতি থাকবে। নিজের আরাধ্য শঙ্করের ধনুক জনকপুরে ভগবান শ্রীরাম দ্বারা ভঙ্গ করার আওয়াজ শুনে দৌড়ে এলেন। দেখে অনেক ক্রোধিত হলেন। তখন ভগবান শ্রী রামের বচন শুনে পরশুরামের বুদ্ধির পর্দা খুলে গেল। প্রশ্ন জাগল তাহলে কি ব্রহ্মর অবতার হয়ে গেছে ? এটা জানার জন্য, - রাম লক্ষ্মী পতির এই ধনুক নিন আর এর ছিলা (দড়ি)পরান। পরশুরামের মন বিস্মিত হলো। দিব্য ধনুক যাকে দ্বিতীয় কেউ ওঠাতে পারতেন না। রঘুনাথজী হাত দিতেই উঠে গেল। জেনে গেলেন রাম নর (মানুষ) নয় নারায়ণ। তখন প্রভু শ্রীরাম বললেন পরশুরাম ধনুকের বান ক্ষত্রিয়ের বেকার যায়না। বলো তুমি তপস্যা করে যে দিব্যলোক প্রাপ্ত করেছ তাকে, না আবাগমন শক্তি, কোনটা নষ্ট করব। পরশুরাম বললেন সঞ্চারশক্তি। তখন প্রভু শ্রীরাম বান চালিয়ে সেটাই করলেন। ধনুর্বেদের পরমজ্ঞ্যাতা, ভীষ্ম আর কর্ণের গুরু পরশুরামজী সাত চিরঞ্জীবীদের মধ্যে এখনো জীবিত রয়েছেন।
"অশ্বত্থামা বলিব্যাসো, হনুমান্ চ বিভীষণঃ।
কৃপঃ পরশুরামশ্চ সপ্তৈতে চিরঞ্জীবিনঃ"।।
ধর্মকে রক্ষা করার জন্য ধরিত্রীতে পরশুরামজী আজও বিদ্যমান।
🚩🚩❀স্বগতম❀🚩🚩
সকল বন্ধুদেরকে বন্দনা গীত পক্ষ থেকে প্রীতি শুভেচ্ছা...🙏
আরো নতুন ভালো বাংলা আধুনিক গান দেখতে আমার এই চ্যানেলটি SUBSCRIBE করুন 🙏
#বন্দনা গীত#
My YouTube Channel
Link:-👇👇
• #তোমার_কাজে_জীবন_দিব_কথা_দিলাম _রাজার_রাজা...
• #ঐ_শোন_জননী_ডাকে_সবারে শঙ্খ বেজেছে বজ্রস...
• #কোটি_শহীদের_রক্তে_রাঙানো_একটি অমর ধাম ...
• #আবার_উদিছে_ভারত_গগনে_মহাভারতের_বিজয়_সূর্...
• #আমরা_মায়ের_দুর্জয়_সেনা_নির্ভীক_কোটি_প্র...
• #দিন_বদলের_সময়_হয়েছে_ঘুম_থেকে_ওঠো_বন্ধু, ...
• #বন্দে_জননী_ভারতবর্ষ_গরিমা_তোমার_বিশ্বময় ...
• #আমরা_এবার_কোমর_বেঁধেছি_বুকের_তারে_বিশ্ব_জ...
• #আরও_উজ্জ্বল_হােক_সূর্য , মাের জন্মভূমির আ...
Follow My Facebook Link:- / suman.mahish.33
Follow My Twitter Link:- https://twitter.com/SumanMahish?s=09
Thanks for all Friends.
🙏
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: