আব্দুল মাবুদ সাহেব হুজুর কে নিয়ে কি বললেন মাওলানা নুরুল ইসলাম আনসারী।What did Abdul Mabud Huzur say
Автор: আনসারী টিভি
Загружено: 2025-08-30
Просмотров: 201
                Описание:
                    হুজুরের নাম: হাকিমপুর মাদ্রাসার মুহতামিম, দক্ষিণবঙ্গের কৃতি সন্তান মাওলানা আব্দুল মাবুদ সাহেব (ডাকনামে আব্দুল বাবু সাহেব হুজুর)
বক্তা: হাফেজ মাওলানা নুরুল ইসলাম আনসারী
ক্যামেরাম্যান ও এডিটিং: আমি – মোহাম্মদ রাকিবুল ইসলাম
---
🌿 জীবনী ও ইতিহাস
দক্ষিণবঙ্গের ইসলামি অঙ্গনে যাঁদের নাম শ্রদ্ধার সাথে উচ্চারিত হয়, তাঁদের মধ্যে অন্যতম হলেন মাওলানা আব্দুল মাবুদ সাহেব হুজুর।
তিনি বাগেরহাট জেলার খানপুর ইউনিয়নের প্রাচীন ও সুপ্রতিষ্ঠিত আল-জামিয়াতুল ইসলামিয়া হাকিমপুর কওমি মাদরাসার মুহতামিম।
👉 শৈশবে তিনি নিজ গ্রামে প্রাথমিক নূরানী ও হিফজ শিক্ষা সম্পন্ন করেন। পরে দেশের নামকরা কওমি মাদরাসাগুলোতে অধ্যয়ন করে দাওরায়ে হাদিস (মাস্টার্স সমমান) শেষ করেন।
👉 ছাত্রজীবনে তাঁর মেধা, ঈমানদারি ও দাওয়াহর প্রতি আগ্রহ তাঁকে শিক্ষক ও সহপাঠীদের কাছে বিশেষভাবে প্রিয় করে তোলে।
👉 তিনি কুরআন-হাদিসের গভীর জ্ঞান, ফিকহে পারদর্শিতা এবং ইসলামী দাওয়াহর খিদমতের জন্য সুপরিচিত।
বর্তমানে তিনি শুধু একজন মুহতামিম নন, বরং দক্ষিণবঙ্গের ইসলামী সমাজে একজন অভিভাবকসুলভ আলেম।
তিনি নীরবে, ধৈর্য ও নিষ্ঠার সাথে কওমি শিক্ষার মান উন্নয়নে কাজ করে যাচ্ছেন।
🌸 তাঁর কাছে শত শত ছাত্র দ্বীনি শিক্ষা অর্জন করেছে। তাঁদের অনেকেই আজ দেশের বিভিন্ন জায়গায় শিক্ষকতা ও ইমামতি করছে।
🌸 তিনি নিয়মিত ইসলামি সম্মেলন, ওয়াজ মাহফিল ও সামাজিক উন্নয়নমূলক কাজে যুক্ত থাকেন।
🌸 তাঁর জীবনের লক্ষ্য—একটি সুন্নাহভিত্তিক সমাজ গঠন ও পরবর্তী প্রজন্মকে দ্বীনের আলোয় আলোকিত করা।
---
🕌 বক্তৃতার পরিবেশ
এই ভিডিওতে হাফেজ মাওলানা নুরুল ইসলাম আনসারী অত্যন্ত সুন্দর ও আবেগঘন কণ্ঠে মাওলানা আব্দুল মাবুদ সাহেব হুজুরের জীবন, অবদান ও দাওয়াহ কার্যক্রম তুলে ধরেছেন।
আমি, মোহাম্মদ রাকিবুল ইসলাম, ক্যামেরার পেছনে থেকে এই ঐতিহাসিক মুহূর্ত ধারণ করেছি আপনাদের জন্য।
---
🙋♂️ আমার কিছু কথা (রাকিবের পক্ষ থেকে)
আলহামদুলিল্লাহ, আমি একজন ক্ষুদ্র ছাত্র এবং ইসলামী সমাজের সেবক।
নাম: হাফেজ মোহাম্মদ রাকিবুল ইসলাম
📍 ঠিকানা: আড়পাড়া, ফকিরহাট, বাগেরহাট
📚 অধ্যয়ন: খানজাহানপুর মোহাম্মদিয়া সিনিয়র আলিম মাদরাসায় ক্লাস ৯ এ অধ্যয়নরত।
✍️ বর্তমানে ইসলামী ছাত্রশিবিরের উপ-শাখার সভাপতি হিসেবে দ্বীনি খেদমতে নিয়োজিত।
আমার লক্ষ্য—ইসলামের দাওয়াহ প্রচার করা, আলেম-ওলামাদের খেদমত তুলে ধরা এবং মিডিয়ার মাধ্যমে সত্যকে ছড়িয়ে দেওয়া।
আমার ইউটিউব চ্যানেল R.N.A TV এবং ফেসবুক পেজের মাধ্যমে দ্বীনের বাণী সবার কাছে পৌঁছে দিতে চাই।
---
#️⃣ ভাইরাল হ্যাশট্যাগ
#মাওলানা_আব্দুল_মাবুদ #হাকিমপুর_মাদ্রাসা #দক্ষিণবঙ্গের_আলেম #বাগেরহাট #ইসলামী_বক্তা #ওয়াজ২০২৫ #ইসলামিকভিডিও #কওমিমাদ্রাসা #বাংলাদেশ #কুরআনহাদিস #ইসলামী_দাওয়াহ #শান্তির_বার্তা #মুহতামিম #আব্দুল_বাবু_হুজুর #RnaTv #RakibulIslam #ViralVideo #YouTubeBangla #IslamicShorts #shortvideo #subscribe #vacation #song #vairalshorts #ওয়াজ #shortsvideo #viralvideo #shortsfeed                
                
Повторяем попытку...
 
                Доступные форматы для скачивания:
Скачать видео
- 
                                Информация по загрузке: