বোয়িং 777-300ER | বিশ্বের সবচেয়ে জনপ্রিয় লং-হল টুইনজেট
Автор: Thailand Army
Загружено: 2025-09-05
Просмотров: 141
Описание:
বোয়িং 777-300ER | বিশ্বের সবচেয়ে জনপ্রিয় লং-হল টুইনজেট
বোয়িং 777-300ER হলো বিশ্বের অন্যতম জনপ্রিয় লং-হল টুইন-ইঞ্জিন জেট এয়ারলাইনার। এটি ২০০৪ সালে প্রথম সার্ভিসে আসে এবং তারপর থেকেই আন্তর্জাতিক রুটে অসংখ্য এয়ারলাইন্সের প্রধান ভরসা হয়ে উঠেছে। ৭৩.৯ মিটার লম্বা এই বিমানটি বিশ্বের দীর্ঘতম টুইনজেট এবং এতে বসতে পারে প্রায় ৩৯৬ জন যাত্রী (৩-ক্লাস লেআউট অনুযায়ী), আর সর্বোচ্চ ক্ষমতায় প্রায় ৫৫০ জন পর্যন্ত বহন করতে সক্ষম।
এর দুটি GE90-115B টার্বোফ্যান ইঞ্জিন—যা বিশ্বের সবচেয়ে শক্তিশালী বাণিজ্যিক জেট ইঞ্জিন—বিমানটিকে দেয় অসাধারণ ক্ষমতা, নির্ভরযোগ্যতা এবং জ্বালানি দক্ষতা। সর্বোচ্চ ১৩,৬৫০ কিমি পর্যন্ত একটানা উড়তে পারায় এটি ইউরোপ থেকে এশিয়া কিংবা মধ্যপ্রাচ্য থেকে আমেরিকার দূরতম রুটগুলোতেও নির্বিঘ্নে যাতায়াত করে।
এমিরেটস, কাতার এয়ারওয়েজ, সিঙ্গাপুর এয়ারলাইন্স, ক্যাথে প্যাসিফিক, ব্রিটিশ এয়ারওয়েজসহ বিশ্বজুড়ে শীর্ষস্থানীয় এয়ারলাইন্সগুলো তাদের দীর্ঘ-দূরত্বের ভ্রমণের জন্য এই বিমান ব্যবহার করছে। প্রশস্ত কেবিন, আরামদায়ক আসন, বিশাল কার্গো ধারণক্ষমতা এবং নির্ভরযোগ্য সেবা দেওয়ার জন্য যাত্রীরা যেমন পছন্দ করেন, তেমনি এয়ারলাইন্সগুলোর কাছেও এটি অন্যতম সেরা পছন্দ।
বোয়িং 777-300ER এর সাফল্যের কারণে এটি চার ইঞ্জিন বিশিষ্ট পুরনো জেটগুলো (যেমন Boeing 747-400 বা Airbus A340) অনেক ক্ষেত্রেই প্রতিস্থাপন করেছে। আজও এটি বোয়িং-এর সবচেয়ে সফল ও চাহিদাসম্পন্ন লং-হল বিমানের মধ্যে অন্যতম।
বোয়িং 777-300ER, বোয়িং 777, বোয়িং বিমান, 777-300ER রিভিউ, এমিরেটস 777, কাতার এয়ারওয়েজ 777, সিঙ্গাপুর এয়ারলাইন্স 777, GE90 ইঞ্জিন, লং-হল বিমান, টুইন-ইঞ্জিন জেট, বোয়িং বনাম এয়ারবাস, 777 কেবিন, বোয়িং 777 স্পেক্স, বোয়িং 777 ককপিট, বোয়িং 777 টেকঅফ
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: