মায়ের মূর্তি গড়াতে চাই // অঙ্কিতা দেবনাথ // রামপ্রসাদী গান
Автор: aami bangla
Загружено: 2025-03-20
Просмотров: 223
Описание:
রামপ্রসাদী গান // মায়ের মূর্তি গড়াতে চাই // অঙ্কিতা দেবনাথ, ষষ্ঠ শ্রেণি, তুষখালী আদর্শ বালিকা মাধ্যমিক বিদ্যালয় //
তবলা - বিজন মিত্র
তুষখালী কুলুপাড়া, সর্বজনীন ধর্মসভা মন্দিরে বাৎসরিক "পূজা ও কির্ত্তন" থেকে ধারণকৃত।
মায়ের মূর্তি গড়াতে চাই,
মনের ভ্রমে মাটি দিয়ে(২)
মায়ের মূর্তি গড়াতে চাই
মা বেটি কি মাটির মেয়ে
মিছে খাটিছ মাটি নিয়ে
মায়ের মূর্তি গড়াতে চাই,
মনের ভ্রমে মাটি দিয়ে
মায়ের মূর্তি গড়াতে চাই
করে অসি মুন্ডমালা,
সে মাটি কি মাটির বালা(২)
মাটিতে কি মনের জ্বালা
দিতে পারে নিবাইয়ে
মায়ের মূর্তি গড়াতে চাই,
মনের ভ্রমে মাটি দিয়ে
মায়ের মূর্তি গড়াতে চাই
শুনেছি মা’র বরণ কালো,
সে কালোতে ভুবন আলো
শুনেছি মা’র বরন কালো মা মা…
শুনেছি মা’র বরন কালো
সে কালোতে ভুবন আলো
মায়ের মত হয় কি কালো,
মাটিতে রং মাখাইয়ে
মায়ের মূর্তি গড়াতে চাই,
মনের ভ্রমে মাটি দিয়ে
মায়ের মূর্তি গড়াতে চাই
মায়ের আছে তিনটি নয়ন,
চন্দ্র,সূর্য্য আর হুতাশন(২)
কোন্ কারিগর আছে এমন,
দিবে একটি নিরমিয়ে?
মায়ের মূর্তি গড়াতে চাই
মনের ভ্রমে মাটি দিয়ে
মায়ের মূর্তি গড়াতে চাই
অশিব নাশিনী কালী,
সে কি মাটি খড় বিচালি(২)
কে ঘুচাবে মনের কালি
প্রসাদে কালী দেখাইয়ে
মায়ের মূর্তি গড়াতে চাই,
মনের ভ্রমে মাটি দিয়ে
মায়ের মূর্তি গড়াতে চাই
মা বেটি কি মাটির মেয়ে
মিছে খাটিছ মাটি নিয়ে
মায়ের মূর্তি গড়াতে চাই,
মনের ভ্রমে মাটি দিয়ে(২)
মায়ের মূর্তি গড়াতে চাই
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: