বীরভূম জেলায় প্রথম HPLC পদ্ধতিতে থ্যালাসেমিয়া নির্ণয় এবার শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে।
Автор: Positive Barta
Загружено: 2025-07-23
Просмотров: 2
Описание:
বোলপুর, জুলাই ১৭:
বীরভূম জেলায় প্রথম HPLC পদ্ধতিতে অত্যাধুনিক Laffinite II model এর মাধ্যমে থ্যালাসেমিয়া নির্ণয় এবার শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে।
সুলভে অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়ায় শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালের মূল লক্ষ্য। যার জন্য প্রতিমুহূর্তে অত্যাধুনিক চিকিৎসা ব্যবস্থায় এই মেডিকেল কলেজ ও হাসপাতাল সুলভে মানুষকে নিরবিচ্ছিন্নভাবে উন্নত স্বাস্থ্য পরিষেবা দিয়ে চলেছে।
HPLC পদ্ধতিতে অত্যাধুনিক Laffinite II model এর মাধ্যমে থ্যালাসেমিয়া নির্ণয় সেরকমই আরো একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
থ্যালাসেমিয়া একটি জিনগত রক্তের রোগ, যার ফলে দেহ পর্যাপ্ত সুস্থ হিমোগ্লোবিন তৈরি করতে পারে না। এতে আক্রান্তদের রক্তাল্পতা দেখা দেয় এবং নিয়মিত রক্ত সঞ্চালনের প্রয়োজন হয়। এই রোগ মূলত বাবা-মা উভয়ের মাধ্যমে সন্তানের মধ্যে জিনের মাধ্যমে ছড়িয়ে পড়ে, তাই এটি বংশগত।
ভারতের অনেক রাজ্যের মতো আমাদের রাজ্যেও এই রোগের প্রকোপ দিন দিন বাড়ছে। সচেতনতার অভাবে বহু মানুষ বুঝতে পারেন না যে তারা থ্যালাসেমিয়ার বাহক। একমাত্র সময় মতো স্ক্রিনিং টেস্ট করালেই জানা সম্ভব কে বাহক এবং কে নয়।
পরিসংখ্যান বলছে আমাদের দেশে থ্যালাসেমিয়া ক্যারিয়ার হার ৩–৪ % (প্রায় ৫-৬ কোটি মানুষ)। এই হার প্রতিদিনই বাড়ছে। চিকিৎসকেরা মনে করেন জনসচেতনতা, প্রাক-বিয়ের কাউন্সেলিং এবং স্বাস্থ্য পরীক্ষা এই রোগ প্রতিরোধে প্রধান অস্ত্র।
এই রোগের প্রতিকার করতে সঠিক সময় স্ক্রীনিং প্রয়োজন। রক্তের সেই স্ক্রিনিং বা পরীক্ষা এবার অত্যাধুনিক প্রযুক্তিতে মানুষ পাবেন শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে।
হাসপাতাল কর্তৃপক্ষ জানাচ্ছেন যে থ্যালাসেমিয়া নির্ণয়ে HPLC পদ্ধতিতে অত্যাধুনিক Laffinite II model মেশিন বীরভূম জেলায় এই প্রথম। এই অত্যাধুনিক মেশিনের সাহায্যে সেই দিনই রক্ত পরীক্ষার ফলাফল হাতে পাওয়া সম্ভব হবে। বর্তমানে রক্তের এই পরীক্ষার রিপোর্ট পেতে একাধিক দিন লেগে যায়।
স্বাভাবিকভাবেই শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালের এই নতুন পদক্ষেপে উপকৃত হবেন সাধারণ মানুষ।
*******
#hospital
#doctors #bolpursantiniketanmedicalcollage&hospital
#bolpur
#https://smcbangla.com/
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: